Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Ausgram

সদ্যোজাত বাছুরের দু’টি মাথা ও পাঁচটি পা, আউশগ্রামে ভিড়

শীতলগ্রামের বাসিন্দা বেলি মাজির বাড়ির একটি গাভী শুক্রবার সকালে দুই মাথাওয়ালা ওই বাছুরের জন্ম দেয়

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আউশগ্রাম শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ০০:০১
Share: Save:

দু’টি মাথা এবং পাঁচটি পা নিয়ে জন্মাল একটি বাছুর। শুক্রবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই বিরলদর্শন বাছুরের জন্মের পরই সেটিকে ঘিরে ভিড় জমে যায় আউশগ্রামের শীতলগ্রামে। যদিও জন্মানোর কিছুক্ষণের মধ্যেই বাছুরটি মারা যায়।

স্থানীয় সূত্রে খবর, শীতলগ্রামের বাসিন্দা বেলি মাজির বাড়ির একটি গাভী শুক্রবার সকালে দুই মাথাওয়ালা ওই বাছুরের জন্ম দেয়। সদ্যোজাত বাছুরটির পাঁচটি পা ছিল বলে জানিয়েছেন বেলি। তিনি বলেন, “গাভীটি এ নিয়ে দ্বিতীয় বার সন্তান প্রসব করল। বৃহস্পতিবার রাত থেকেই গাভীটির প্রসববেদনা হচ্ছিল। পরিবারের লোকজন প্রসব করানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এর পর শুক্রবার সকালে এক জন পশু চিকিৎসককে ডাকা হয়। তিনি বাড়িতে এসে স্থানীয় কয়েক জনের সাহায্যে গাভীটির প্রসব করান।”

জন্মানোর পর দেখা যায়, পুরুষ বাছুরটির দু’টি মাথা ও পাঁচটি পা রয়েছে। এর মধ্যে সামনের অংশে তিনটি পা। পিছনের দিকে দু’টি।

পশু চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির দু’টি মাথা থাকর ফলেই প্রসবে সমস্যা হচ্ছিল গাভীটির। বাছুরটি মারা গেলেও গাভীটি সুস্থ রয়েছে বলে ওই পশুচিকিৎসক জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ausgram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE