বিধানসভা ভোটের আগে কৃষক সংগঠনের নেতৃত্বে বদল আনল সিপিএম। ২৩ জনের সম্পাদকমণ্ডলীতে এই প্রথম অন্তর্ভুক্ত করা হল কোনও মহিলাকে। বর্ধমানে কৃষক সভার ৩৮তম রাজ্য সম্মেলন শেষ হল রবিবার।সংগঠনের নতুন রাজ্য সম্পাদক হলেন হাওড়ার পরেশ পাল। সভাপতি পশ্চিম মেদিনীপুরেরমেঘনাদ ভুঁইয়া।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের অমল হালদারকে ফের সম্পাদক পদে রাখতে প্রতিনিধিদের অনেকে সরব হন। কিন্তু তিনি নতুনদের জায়গা দিতে সরে দাঁড়ান। সভাপতি বিপ্লব মজুমদারও একই পথ নেন। সরে দাঁড়িয়েছেন সমীর পুতুতুণ্ড-সহ কয়েক জন। ৬৬ জনের রাজ্য কমিটিতে ১৮ জন নতুন। রয়েছেন পাঁচ জন মহিলা। ১৩২ জনের রাজ্য কাউন্সিল গঠন হয়েছে। সেখানে প্রায় ৩৫ শতাংশ নতুন। ১৪ জন মহিলাকে কাউন্সিলে আনা হয়েছে। এর আগে মাত্র এক জন মহিলা ছিলেন। সম্পাদকমণ্ডলীতে প্রথম মহিলা হিসাবে এলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের অসীমা রায়।
সম্মেলনে এসে পলিটব্যুরোর সদস্য হান্নান মোল্লা, কেন্দ্রীয় কমিটির সদস্য বিজু কৃষ্ণনেরা দিল্লির মতো রাজ্য-জেলা স্তরে কৃষক ঐক্য গড়ে তোলার বার্তা দেন। জোর দেন গ্রামভিত্তিক সংগঠনে। সদস্যদের দাবি, বহু বছর আগে গ্রামে-গ্রামে কৃষক সভার সদস্যদের জন্য খাতা থাকত, তা আবার শুরুকরা গিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আন্দোলন, জমিথেকে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ-আন্দোলন আরও বাড়াতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)