বাড়ি সারাইয়ের কাজ চলছে। তাই বাইরে জাতীয় সড়কের পাশে মাচা তৈরি করে রাতে ঘুমিয়ে ছিল এক পরিবারের চার ছেলে। গভীর রাতে নিয়ন্ত্রণ হারানো এক ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চার জনেরই।
মঙ্গলবার রাতে রানিগঞ্জে পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনায় মৃত রোহিত যাদব (১৭), ছত্রিশ যাদব (১৭) ও শিশুপাল যাদব (১১) সহোদর। মৃত্যু হয়েছে তাদের জেঠতুতো দাদা সুরজের যাদবেরও (১৯)। সে দ্বাদশ শ্রেণিতে পড়ত। রোহিত দশম, ছত্রিশ সপ্তম ও শিশুপাল পঞ্চম শ্রেণির ছাত্র। বুধবার সকালে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও বেপরোয়া ভাবে গাড়ি চলাচল বন্ধের দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
রানিগঞ্জে আমরাসোঁতার সুজি মিল এলাকায় জাতীয় সড়কের পাশেই বাড়ি বাহাদুর যাদবের। তাঁর খাটাল ব্যবসা রয়েছে। স্ত্রী মারোদেবী, তিন ছেলে রোহিত, ছত্রিশ ও শিশুপাল এবং বছর পাঁচেকের মেয়ে রজনীকে নিয়ে তাঁর সংসার। তাঁদের সঙ্গেই থাকত বাহাদুরবাবুর দাদা, প্রয়াত শ্রীকান্ত যাদবের ছেলে সুরজ। সে ও রোহিত রানিগঞ্জের মাড়োয়াড়ি সনাতন বিদ্যালয়ে পড়ত। ছত্রিশ দুর্গা বিদ্যালয় ও শিশুপাল গুরু নানক বিদ্যালয়ের ছাত্র ছিল।