Advertisement
০২ মে ২০২৪
ECL

ঠিকাদারের বিল মেটানোর জন্য ঘুষ, পাঁচ বছরের কারাদণ্ড ইসিএলের আধিকারিকের

ইসিএলে ঠিকাদারদের বিল মেটানোর জন্য ঘুষ নেওয়ার অভিযোগ প্রায়ই ওঠে। এই কাজ করতে গিয়ে সংস্থার সোনপুর বাজারি প্রজেক্টের আধিকারিক অমিতকুমার কেডিয়া সিবিআইয়ের হাতে পড়েন।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৮
Share: Save:

ঠিকাদারের বিল মেটানোর জন্য ঘুষ নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হলেন ইসিএলের এক আধিকারিক। তাঁর পাঁচ বছর কারাবাসের সাজা দিল আসানসোলের সিবিআই আদালত।

ইসিএলে ঠিকাদারদের বিল মেটানোর জন্য ঘুষ নেওয়ার অভিযোগ প্রায়ই ওঠে। এই কাজ করতে গিয়ে সংস্থার সোনপুর বাজারি প্রজেক্টের আধিকারিক অমিতকুমার কেডিয়া সিবিআইয়ের হাতে পড়েন। তাঁর বিরুদ্ধে ২০০৯ সালে দুর্নীতি মোকাবিলা আইনের ধারায় মামলা রুজু হয়। ১৩ বছর পর সেই মামলার নিষ্পত্তি হল। বুধবার সেই মামলার রায় ঘোষণা করল আদালত। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অমিতের পাঁচ বছরের কারবাসের নির্দেশ দেন। পাশাপাশিই, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাবাসের সাজাও শোনান তিনি।

এই মামলায় আর এক অভিযুক্ত সমরকুমার চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাঁকে বিনা শর্তে মুক্তি দেন বিচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ecl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE