Advertisement
০৫ মে ২০২৪

ভোটের টুকিটাকি

দলের এক কর্মীকে মারধরের অভিযোগে আধ ঘণ্টা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি। তাদের অভিযোগ, সোমবার রানিগঞ্জের নতুন এগারায় প্রদীপ রুইদাস নামে দলের এক কর্মী দেওয়াল লেখার জন্য চুন দিচ্ছিলেন।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০১:৫৭
Share: Save:

বিজেপির অবরোধ

রানিগঞ্জ: দলের এক কর্মীকে মারধরের অভিযোগে আধ ঘণ্টা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি। তাদের অভিযোগ, সোমবার রানিগঞ্জের নতুন এগারায় প্রদীপ রুইদাস নামে দলের এক কর্মী দেওয়াল লেখার জন্য চুন দিচ্ছিলেন। তখন তৃণমূলের কয়েক জন দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে। প্রতিবাদে দুপুর সাড়ে ১২টা নাগাদ রানিগঞ্জ মোড় অবরোধ করা হয়। নেতৃত্ব দেন দলের রানিগঞ্জের প্রার্থী মণীশ শর্মা। তিনি বলেন, ‘‘সন্ত্রাস হলে এ ভাবেই পাল্টা প্রতিরোধের রাস্তা নেওয়া হবে।’’ তৃণমূল যদিও মারধরের কথা মানতে চায়নি।

বাম-কর্মীদের মার

পাণ্ডবেশ্বর: তিন সিপিএম কর্মীকে মারধরের অভিযোগে উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে মিছিল করে সিপিএম। দলের দামোদর জোনাল সম্পাদক তুফান মণ্ডল অভিযোগ করেন, তাঁদের তিন কর্মী পতাকা বাঁধার সময়ে মারধর করা হয়। পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। এ দিন প্রতিবাদ মিছিলে হাঁটেন সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল সভাপতি নরেন চক্রবর্তীর বক্তব্য, ‘‘সিপিএম অপপ্রচার করছে।’’

মেটেনি দাবি

আসানসোল: পানীয় জলের দাবিতে দীর্ঘক্ষণ ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন বারাবনির চারটি গ্রামের কয়েকশো বাসিন্দা। পরে তাঁরা যুগ্ম বিডিও-কে স্মারকলিপিও দেন। বাসিন্দাদের অভিযোগ, প্রতি বার ভোটের আগে এলাকার সব ক’টি রাজনৈতিক দল প্রচারে যায়। তাদের সমস্যার কথা জানিয়েও লাভ হয় না। এ দিন যুগ্ম বিডিও অঞ্জন দাস বিক্ষোভকারীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ছিঁড়ল ফ্লেক্স

মঙ্গলকোট: সিপিএমের ফ্লেক্স ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার কুলশোনা গ্রামের বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। মঙ্গলকোটের বিডিও-র কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। বামেদের অভিযোগ, সরকারি খুঁটিতে নিজেদের পতাকা, ফেস্টুন লাগিয়ে প্রচার সারছে শাসকদল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মহিলাদের সভা

বুদবুদ: তৃণমূল সমর্থক মহিলারা সভা করলেন বুদবুদের মাড়ো গ্রামে। গলসি কেন্দ্রের দলীয় প্রার্থী অলোক মাঝির সমর্থনে সোমবার এই সভা ডাকা হয়। মাড়ো ছাড়াও আশপাশের গ্রাম থেকে বহু মহিলা এসেছিলেন বলে তৃণমূলের দাবি।

জোটের মিছিল

মঙ্গলকোট: জোটের মিছিল এ বার মঙ্গলকোটেও। সোমবার বিকেলে মঙ্গলকোটের কংগ্রেস নেতা আব্দুল আজিম সিদ্দিক ও সিপিএম নেতা দুর্যোধন সরের নেতৃত্বে ধান্যগ্রামের শ্যামবাজার, লক্ষ্মীপুর, পিন্ডিরা ও বৈঁচি গ্রামে জোটের প্রার্থী শাহজাহান চৌধুরী সমর্থনে মিছিল হয়। ছিলেন প্রায় শ’তিনেক সিপিএম ও কংগ্রেস কর্মী। তবে এ দিন সকালে প্রয়াত সিপিএম নেতা ফাল্গুনী মুখোপাধ্যায়ের গ্রাম ধান্যরুখীতে সিপিএম প্রার্থী প্রচার সারার সময় কোনও কংগ্রেস নেতা-কর্মীকে দেখা যায়নি। ২০০৬ সালে ফাল্গুনীবাবু খুন হওয়ার পর এই গ্রামে সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে। এ দিন প্রচারে না বেরনোর কারণ হিসেবে সেই ঘটনার কথাই বলেন স্থানীয় কংগ্রেস নেতা অমল পাল। তাঁর কথায়, ‘‘দলের জোট নির্দেশ মেনে নিয়েছি। তবে পুরনো ঘটনা এখনও টাটকা থাকায় প্রচারে বেরোননি দলের নেতারা।’’

মেটেনি দাবি

আসানসোল: পানীয় জলের দাবিতে দীর্ঘক্ষণ ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন বারাবনির চারটি গ্রামের কয়েকশো বাসিন্দা। পরে তাঁরা যুগ্ম বিডিও-কে স্মারকলিপিও দেন। স্থানীয় সূত্রে জানা যায়, পুঁচরা পঞ্চায়েতের সিদাবাড়ি, পলাশবন, ফুলডাঙা, ভুড়াডাঙা এলাকার বাসিন্দারা বহু বছর ধরেই পানীয় জলের সঙ্কটে ভুগছেন। বাসিন্দাদের অভিযোগ, প্রতি বার ভোটের আগে এলাকার সব ক’টি রাজনৈতিক দল প্রচারে যায়। তাদের সমস্যার কথা জানিয়েও লাভ হয় না। এ দিন যুগ্ম বিডিও অঞ্জন দাস বিক্ষোভকারীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুঁচরা পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ বাউড়ি জানান, ওই গ্রামগুলিতে দু’টি প্লকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছেন।

কংগ্রেসে ক্ষোভ

কালনা: রাজ্যে সিপিএম-কংগ্রেস জোট হলেও এখনও পর্যন্ত জোট প্রচারের কোনও ছবি দেখা যায়নি কালনায়। এর জেরে কংগ্রেসের জেলা নেতৃত্ব ক্ষুব্ধ বলে খবর। কংগ্রেসের জেলা সভাপতি আভাষ ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্য স্তরে জোটের সিদ্ধান্ত হয়েছে। সকলকেই তা মেনে চলতে হবে। প্রচারে নামতে দেখা না গেলে নেতাদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ছিঁড়ল ফ্লেক্স

মঙ্গলকোট: সিপিএমের ফ্লেক্স ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার কুলশোনা গ্রামের বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

election news news in brief
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE