হাতির হামলায় জখম হলেন এক খেতমজুর। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ বর্ধমানের চাণ্ডুল গ্রামের ঘটনা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সাতটি হাতি গলসিতে ঢোকে। তার মধ্যে দু’টি হাতি গলসির সাঁকো গ্রাম থেকে চাণ্ডুলে ঢুকে পড়ে। সেই সময় খেতে কাজ করছিলেন কুড়মুনের চন্দনপুরের বাসিন্দা আপেল মুর্মু নামে এক ব্যক্তি। আচমকা একটি হাতি তাঁকে ছড়ে ফেলে বলে বাসিন্দাদের দাবি। আপেলবাবুকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। ওই ব্যক্তির বুকে ও মাথায় আঘাত লেগেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। হাতি দু’টিকে দামোদর পার করে বাঁকুড়ার সোনামুখী জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।
বন দফতরের এক আধিকারিক অবশ্য হাতির হামলার কথা মানতে চাননি। তাঁর দাবি, গ্রামের কিছু লোকজন গাতি দু’টিকে ইট, পাটকেল ছুড়ছিলেন। হাতি দু’টি তেড়ে যেতেই বেশ কয়েকজন গ্রামবাসী পড়ে যান। গ্রামবাসীদের দাবি, বেশ কয়েকটি খেতে ফসলও নষ্ট করেছে হাতি দু’টি।