তৃণমূলে সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার অন্তর্গত নিশানহাট বস্তিতে। তৃণমূল সমর্থক দীনেশ মাঝি কয়েক দিন আগে মুখ্যমন্ত্রীর রানিগঞ্জের সভায় যোগ দিয়েছিলেন। তার পর থেকে নিয়মিত বিজেপি কর্মীরা তাঁকে হুমকি দিতেন বলে অভিযোগ।
শুক্রবার রাতে বিয়েবাড়ি থাকায় তাঁর বাড়িতে কেউ ছিল না। সেই সময় আগুন লাগে। দেখতে পেয়ে এলাকার মানুষজন গিয়ে আগুন নেভান। দীনেশ মাঝির অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।
আরও পড়ুন: স্থানীয়দের নিয়োগ নিয়ে চর্চা এলাকায়
যদিও বিজেপি দুর্গাপুর পূর্ব বিধানসভার আহ্বায়ক রজতকুমার মল্লিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘এই কাজ কোনও ভাবেই বিজেপি কর্মীরা করতে পারেন না। কারণ, তাঁদের সংস্কৃতিতে এই কাজ নেই। তাঁরা আগুন নেভানোর কাজ করছিলেন। আগুন কী ভাবে লেগেছে, তা তদন্ত করলে জানা যাবে। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা মিথ্যা অভিযোগ করে বিজেপি কর্মীদের ফাঁসানোর চক্রান্ত করছেন।’’ যদিও ঘটনা নিয়ে যথেষ্ট উত্তপ্ত রয়েছে এলাকা।
আরও পড়ুন: ফের গলসিতে মিলল দুই ড্রামে ২৫টি বোমা