Advertisement
০৪ মে ২০২৪

ট্রেনের চাকায় আগুন, আতঙ্ক

একটি চাকার কাছে আগুন লেগে বুধবার রাতে ঘণ্টাখানেকেরও বেশি আটকে যায় ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস।

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ০১:০৯
Share: Save:

একটি চাকার কাছে আগুন লেগে বুধবার রাতে ঘণ্টাখানেকেরও বেশি আটকে যায় ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস। রেল সূত্রে খবর, ব্যান্ডেল-কাটোয়া লাইনের ভাণ্ডারটিকুরি এবং নবদ্বীপ স্টেশনের মাঝে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। যে কামরার চাকায় আগুন লেগেছিল সেখানকার কয়েকজন যাত্রী আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেন। তাঁদের দু’জনকে ভর্তি করানো হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। রেল কর্তৃপক্ষের দাবি, ব্রেক বাইন্ডিং অংশ থেকে কোনও ভাবে আগুন লেগেছিল। তবে কয়েক ঘণ্টা দেরিতে বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেও গিয়েছেন ট্রেনটি।

যাত্রীরা জানান, ২১ শে জুলাইয়ের সভায় যোগ দিতে অনেকেই ওই ট্রেনে আসচিলেন। ভান্ডারটিকুরি স্টেশনে ঢোকার আগে একটি কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন ছ’জন। তবে ট্রেনটির গতি খুব বেশি না হওয়ায় তেমন বড় বিপদ হয়নি। পরে রাত দুটো পঁচিশ মিনিট নাগাদ ভাণ্ডারটিকুরি স্টেশনে দাঁড় করিয়ে দিতে হয় ট্রেনটি। তবে ষ্টেশন ম্যানেজার না থাকায় গার্ড এবং চালক গাড়িটিকে নবদ্বীপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মিনিট চল্লিশেক দাঁড়িয়ে ছিল ট্রেনটি। পরে রেলের ইঞ্জিনিয়াররা পরীক্ষার পর সেটি ছাড়া হয়। অম্বিকা কালনার ষ্টেশন ম্যানেজার অঞ্জন দাস জানান, এরপরে আর ট্রেনটির গন্তব্যে পৌঁছতে কোনও সমস্যা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Railway wheels fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE