Advertisement
০৫ মে ২০২৪

কবিতা, সভায় বিধান-স্মরণ

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা সভা-সহ বেশকিছু কর্মসূচি নেয় বিভিন্ন প্রতিষ্ঠান।

শ্রদ্ধায় স্মরণ। শুক্রবার দুর্গাপুরের বিধাননগর তোলা নিজস্ব চিত্র।

শ্রদ্ধায় স্মরণ। শুক্রবার দুর্গাপুরের বিধাননগর তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর ও আসানসোল শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০৩:১৪
Share: Save:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা সভা-সহ বেশকিছু কর্মসূচি নেয় বিভিন্ন প্রতিষ্ঠান।

এ দিন সকালে দুর্গাপুরের এ-জোনে নেতাজি ভবনের সামনে অনুষ্ঠানের আয়োজন করে বিসি রায় ফাউন্ডেশন। পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। ওই অনুষ্ঠানে এলাকার প্রায় দু’শো জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়া এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। সংস্থার সম্পাদক সুদেব রায় জানান, এভারেস্ট অভিযানে গিয়ে মৃত দুর্গাপুরের পর্বতারোহী পরেশচন্দ্র নাথকেও এ দিন মরণোত্তর সম্মান জানানো হয়।

বিধান রায় স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টও। ইস্পাত ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান করেন ডিএসপি-র সিইও একে রথ। চিকিৎসক দিবস হিসেবে দিনটি পালন করেন ডিএসপি হাসপিটালের চিকিৎসক ও কর্মীরা। এ ছাড়াও কাঁকসার মলানদিঘির অভিলাষা অনাথ আশ্রম, বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের তরফেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলেও। আসানসোল সাহিত্যপ্রেমী লেখক কবি সমাবেশ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আজকের দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রাসঙ্গিকতা কতখানি, সে বিষয়ে আলোচনা করেন চিকিৎসক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়, আসানসোল জেলা হাসপাতালের সুপার বিশ্বজিৎ দাস ও প্রাক্তন সুপার শ্যামল সান্যাল প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bidhanchandra CM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE