Advertisement
০৫ মে ২০২৪

মালগাড়ি লাইনচ্যুত, দুর্ভোগ চলল বহু ট্রেনে

সার বোঝাই মালগাড়ির কামরা লাইনচ্যুত হওয়ার জেরে রবিবারও ট্রেন চলাচল বিঘ্নিত হল পূর্ব রেলের আসানসোল ডিভিশনে। শনিবার সন্ধে থেকেই অনেক ট্রেন নানা স্টেশনে আটকে পড়ে।

কাজ চলছে রেললাইনে। অন্ডালে তোলা নিজস্ব চিত্র।

কাজ চলছে রেললাইনে। অন্ডালে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
অন্ডাল ও বর্ধমান শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৪
Share: Save:

সার বোঝাই মালগাড়ির কামরা লাইনচ্যুত হওয়ার জেরে রবিবারও ট্রেন চলাচল বিঘ্নিত হল পূর্ব রেলের আসানসোল ডিভিশনে। শনিবার সন্ধে থেকেই অনেক ট্রেন নানা স্টেশনে আটকে পড়ে। পরে ধীরে ধীরে সেগুলিকে ছাড়া হয়। এ দিন সকালেও ট্রেন চলাচল পুরোদমে হয়নি। কিছু ট্রেন বাতিলও হয়। কুয়াশার জেরেও কিছুটা বিঘ্ন ঘটেছে বলে রেল সূত্রের খবর।

শনিবার বিকেল ৪টে ৪০মিনিট নাগাদ অন্ডালের ইস্ট-ওয়েস্ট কেবিনের সামনে পারাদ্বীপগামী একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়। তার জেরে ডিভিশনের বিভিন্ন স্টেশনে কালনা মেল-সহ বহু ট্রেন আটকে পড়ে। সন্ধে থেকে সব ট্রেনকে ধীরে-ধীরে আপ লাইন দিয়ে পার করানো হয়। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানান, ডাউন লাইনের স্লো এবং মেন লাইনের সংযোগস্থলে ঘটনাটি ঘটায় দু’টি লাইনই অবরুদ্ধ হয়ে যায়। পরে পাশের আপ লাইন ধরে বিভিন্ন ট্রেনকে ওয়ারিয়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ডাউন লাইনে ওঠে ট্রেনগুলি। সে কারণে ধীর গতিতে যাতায়াত করতে হচ্ছিল ট্রেনগুলিকে। তাতে অনেক সময় লাগায় ট্রেনগুলিকে আটকে থাকতে হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

এ দিন সকালে অন্ডাল থেকে আসানসোল পর্যন্ত নানা স্টেশনে পূর্বাঞ্চল এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, দানাপুর এক্সপ্রেস, কোলফিল্ড এক্সপ্রেস, বাগ এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেন অনেকক্ষণ করে আটকে থাকে। শান্তিনিকেতন এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে লোকাল বাতিল হয়েছে শুনে বিপাকে পড়েন পাপিয়া খাতুন, শীতলা মণ্ডল, শিউলি শর্মার মতো অনেক যাত্রী। ট্রেন পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়।

রেলের আধিকারিক বিশ্বনাথবাবু বলেন, “ডাউন লাইন স্বাভাবিক হওয়ার পরে ১০টা ৫১ নাগাদ প্রথমে ডাউন অগ্নিবীণা এক্সপ্রেস ওই জায়গা দিয়ে পেরিয়েছে। ট্রেন চলাচল ধীরে-ধীরে স্বাভাবিক হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Freight train Derails
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE