Advertisement
১৮ মে ২০২৪

সম্পূর্ণ ফল চেয়ে ফের অবরোধ

অসম্পূর্ণ ফলপ্রকাশ, নির্দিষ্ট সময় রিভিউয়ের ফল বের না হওয়া-সহ নানা দাবিতে ফের অবরোধ-বিক্ষোভ করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্রছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের গেটে চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

বিশ্ববিদ্যালয়ের গেটে চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০০:৫৫
Share: Save:

অসম্পূর্ণ ফলপ্রকাশ, নির্দিষ্ট সময় রিভিউয়ের ফল বের না হওয়া-সহ নানা দাবিতে ফের অবরোধ-বিক্ষোভ করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্রছাত্রী। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বর্ধমান রেলস্টেশন থেকে হোক প্রতিবাদ ব্যনারে মিছিল করে রাজবাটি গেটে পৌঁছন ওই পড়ুয়ারা। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে বিসি রোড অবরোধও করেন তাঁরা। আধ ঘণ্টা অবরোধ চলার পরে গরমে কাহিল পথচারীরা অবরোধ ভেঙে নিজেরাই যাতায়াত শুরু করেন। রণে ভঙ্গ দেয় পড়ুয়ারাও। পরে তাঁদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে দাবিপত্র পেশ করে।

বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, এ দিন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে গেলে কর্তৃপক্ষ ও পুলিশ তাঁদের বাধা দেয়। তখন গেটের সামনেই বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিক্ষোভকারীদের এক জন অভিজিৎ মুখোপাধ্যায়ের দাবি, ‘‘চার মাস হল বিএ দ্বিতীয় বর্ষের ফল বেরিয়েছে। কিন্তু এখনও তা নির্ভুল ও সম্পূর্ণ নয়। এই পরিস্থিতিতে তৃতীয় বর্ষের পরীক্ষা কীভাবে হবে?’’ ৪৫ দিনের মধ্যে রিভিউয়ের ফলপ্রকাশ ও স্পট রিভিউয়ের খরচ ৫০০ থেকে কমিয়ে ১০০ টাকা করারও দাবি করেন তাঁরা। আর এক ছাত্রী বৃষ্টি বসুর অভিযোগ, ‘‘এখনও সংশোধিত ফল না বের হওয়ায় অন্য কোথাও ভর্তির সুযোগ পাচ্ছি না।’’ কেউ কেউ অন্য নামের রেজাল্ট পেয়েছেন বলেও অভিযোগ করেন এ দিন। হুগলির মহসীন কলেজের এক ছাত্র অভিজিৎ বলেন, ‘‘প্রায় ২০ হাজার ছাত্রীছাত্রী রিভিউয়ের আবেদন করেছেন। কিন্তু দেড় মাস কেটে যাওয়ার পরেও ফলপ্রকাশ হয়নি।’’

ছাত্রছাত্রীদের দাবি, তাঁরা উপাচার্য স্মৃতিকুমার সরকারের সঙ্গে দেখা করতে গেলে উপাচার্য তাঁদের জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যে প্রথম বর্ষ এবং মঙ্গলবারের মধ্যে দ্বিতীয় বর্ষের ফলাফল সম্পূর্ণ ভাবে প্রকাশিত হবে। রিভিউয়ের ফলও যথাসময়ে প্রকাশ হবে বলেও আশ্বাস দেন তিনি। তবে ছাত্রছাত্রীদের একাংশের আন্দোলন ও দাবিদাওয়া অনেকাংশেই যথার্থ নয় বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE