হাঁসুয়া দিয়ে খুনের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন সাজা এবং দু’হাজার টাকা জরিমানার নির্দেশ দিল কালনা আদালত। সাজা প্রাপ্তের নাম রাজু মাঝি। শুক্রবার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক তপনকুমার মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ১৯ মার্চ স্বর্ণ মাঝি লিখিত অভিযোগ করে জানান, স্বামীর মৃত্যুর পরে শ্বশুরবাড়ি থেকে নাবালক পুত্র সমেত তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে কালনা ২ ব্লকের সর্বমঙ্গলা গ্রামে বাপেরবাড়িতে থাকতে হচ্ছে তাঁকে। পুত্র সাবালক হওয়ার পরে অবশ্য আত্মীয়দের সাহায্যে শ্বশুবাড়ি মেদগাছিতে ফেরেন তিনি। অভিযোগ, সম্পত্তি ভাগ বাঁটোয়ারার আশঙ্কায় তাঁদের ফিরে আসা মেনে নিতে পারেননি জা হেমা মাঝি, তার ছেলে রাজু মাঝি এবং বৌমা কল্পনা মাঝি। এরপরেই বাড়িতে একটি মাটির দেওয়ালে ঘুটে দেওয়াকে কেন্দ্র করে বচসা বাধে দু’তরফের। স্বর্ণদেবীর দাবি, তাঁর ছেলে নিত্যানন্দ ওরফে নন্টে প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ করে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারে রাজু। নন্টেকে রক্তাত্ব অবস্থায় মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে, উদ্ধার হয় হাঁসুয়াটিও। বৃহস্পতিবার আদালত হেমা এবং কল্পনাদেবীকে বেকসুর খালাস ঘোষণা করলেও রাজুকে দোষী সাব্যস্ত করা হয়। সরকারি আইনজীবী বিকাশ রায় জানান, ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।