Advertisement
১১ মে ২০২৪
Mukul Roy

‘মমতাকে সিঙ্গুর নিয়ে ভাবতে হবে না, পরের সরকার ভাববে’, বললেন মুকুল

বিজেপির বর্ধমান পূর্ব জেলার পক্ষ থেকে সাতগাছিয়া বাজার সংলগ্ন একটি মাঠে বিজেপির যোগদান মেলা উপলক্ষে বৃহস্পতিবার একটি জনসভার আয়োজন করা হয়।

বিজেপির বর্ধমান পূর্ব জেলার পক্ষ থেকে সাতগাছিয়া বাজার সংলগ্ন একটি মাঠে বিজেপির যোগদান মেলা উপলক্ষে বৃহস্পতিবার একটি জনসভার আয়োজন করা হয়। নিজস্ব চিত্র

বিজেপির বর্ধমান পূর্ব জেলার পক্ষ থেকে সাতগাছিয়া বাজার সংলগ্ন একটি মাঠে বিজেপির যোগদান মেলা উপলক্ষে বৃহস্পতিবার একটি জনসভার আয়োজন করা হয়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পূর্ব বর্ধমান শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৯:০৬
Share: Save:

বিজেপি ফের তুলে আনল সিঙ্গুর ইস্যু। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বিজেপির সভায় মুকুল রায় বললেন, ‘‘সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে না। রাজ্যে যে নতুন সরকার আসবে, তারাই ভাববে।’’ বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তশ্বরের সাতগাছিয়ার মাঠে বিজেপির দলীয় সভায় উপস্থিত ছিলেন তিনি। তৃণমূলকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘‘তৃণমূল দলটা উঠে যাচ্ছে ভাবতে আমার কষ্ট হয়।’’

বিজেপির বর্ধমান পূর্ব জেলার পক্ষ থেকে সাতগাছিয়া বাজার সংলগ্ন একটি মাঠে বিজেপির যোগদান মেলা উপলক্ষে বৃহস্পতিবার একটি জনসভার আয়োজন করা হয়। এই সভার মূল বক্তা ছিলেন মুকুল রায়। এই সভায় মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অমল বাগ তাঁর সহকর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন। এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগদান করা কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু-সহ বিজেপির জেলা নেতৃত্ব। জেলা থেকে এক সাংসদ ও দুই বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম জেলায় এলেন মুকুল রায়।

মুকুল বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূলে যোগ দেননি, সেদিন আমি ছিলাম। আমিই নির্বাচন কমিশনে দলের অনুমতির কাগজ জমা দিয়েছিলাম। আর আজ সেই দলের নেতৃত্বে চলা রাজ্য সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। মানুষ এদের হাত থেকে মুক্তি চাইছে।’’

তিনি সভা থেকে ফের জোর গলায় বলেন ২০২১ সালে রাজ্যে পরিবর্তন হবেই। তিনি টেনে আনেন লোকসভা নির্বাচনের কথাও। তিনি বলেন, ‘‘তৃণমূল মুকুলকে ছাড়া একটা ভোটে লড়েছেন। সেটা গত লোকসভা ভোট। সেখানে বিজেপি ১৮টি আসন পেয়েছিল। আগামী দিনে বিজেপিতে আরও অনেকে যোগ দেবেন। তৃণমূল আর দল থাকবে না।’’

আরও পড়ুন:আমন্ত্রণ করেনি বিশ্বভারতী, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন:শহরে বাড়ছে শিশুশ্রম? বড়দিনের আগে ভিনরাজ্যের আরও পাঁচ শিশু উদ্ধার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mukul Roy bjp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE