বাবাকে পেরেক লাগানো বাঁশ দিয়ে আঘাত করে মেরে ফেলার অভিযোগে যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতের নাম প্রদীপ রায়। খণ্ডঘোষ থানার সগড়াইয়ে তাঁর বাড়ি। ঘটনার দিন ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বাবাকে মেরে ফেলার কথা ধৃত কবুল করেছেন বলে পুলিশের দাবি। ধৃতকে সোমবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। মৃতের নাম বিপত্তারণ রায় (৫০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রদীপ লরির খালাসির কাজ করেন। কাজের সূত্রে তিনি প্রায়শই বাইরে যান। হামেশাই তিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বাবা-মাকে মারধর করেন। বাবার কাছ থেকে নেশার টাকা চাইতেন তিনি। টাকা না দিলেই বাবা-মায়ের উপর নির্যাতন চালান। রবিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তিনি বাবা ও মাকে মারধর করেন। পেরেক লাগানো বাঁশ দিয়ে বাবাকে বেশ কয়েক বার আঘাত করেন তিনি। এতে গুরুতর জখম হন বিপত্তারণ। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে মৃতের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। সাংসারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।