Advertisement
E-Paper

মেয়ে আমার চেয়েও সুন্দরী, বড় হচ্ছে, ওকে নিয়ে তাই বড্ড ভয়! কেন এ কথা বললেন স্বর্ণকমল?

জীবন জুড়ে অতৃপ্তি! মনখারাপে ভোগেন অভিনেত্রী। মেয়ের হাত ধরে কী করে জীবন কাটাচ্ছেন স্বর্ণকমল?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৬:৫৩
কেমন আছেন স্বর্ণকমল দত্ত?

কেমন আছেন স্বর্ণকমল দত্ত? ছবি: ফেসবুক।

মন ভাল নেই অভিনেত্রী স্বর্ণকমল দত্তের! দিনের শেষে ব্যস্ততা কমলেই যেন ‘একা’ তিনি। মনখারাপ ছেঁকে ধরে তাঁকে। অথচ, তিনিই নব্বইয়ের দশকের ছোটপর্দার একচেটিয়া নায়িকা। সুন্দরী, তেমনই নিখুঁত অভিনয়। মঞ্চেও অভিনয় করতেন। খুব কম সময়ের মধ্যেই বাংলা বিনোদনদুনিয়া জুড়ে ছেয়ে গিয়েছিলেন তিনি।

ভাল অভিনয়ের পাশাপাশি, স্বর্ণকমলের চোখে সুখী গৃহকোণের স্বপ্ন ছিল। কিন্তু তা কি সফল হল?

আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। স্বর্ণকমলের বক্তব্য, তিনি কিন্তু চেষ্টার খামতি রাখেননি। তাঁর কথায়, “তখন ছোট-বড় সব পর্দা থেকেই একের পর এক ডাক পাচ্ছি। সে সব ছেড়েছিলাম মন দিয়ে সংসার করব বলে। আমার তরফ থেকে চেষ্টা কম ছিল না। কিন্তু সংসার করা আমার আর হল না। বিচ্ছেদ না হলেও স্বামীর সঙ্গে থাকি না।” না পাওয়ার যন্ত্রণা নিয়েই নায়িকা থেকে পার্শ্বচরিত্র হয়ে গিয়েছেন! “পুরনো দিনগুলো মনে পড়লে খুব কষ্ট হয়। ভিতরে ভিতরে একা হয়ে যাই। যদিও সারা ক্ষণ মেয়ে আমায় আগলে রাখে। ওর জন্যই আমি বেঁচে আছি।” এখন তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’তে।

মনখারাপে, বিষণ্ণতায়, একাকিত্বে এক এবং অদ্বিতীয় সঙ্গী স্বর্ণকমলের একমাত্র মেয়ে। তবুও দিনের শেষে একরাশ একাকিত্ব ঘিরে ধরে অভিনেত্রীকে। মানুষের প্রতি বিশ্বাসও হারিয়েছেন তিনি। একা ঘরে বসে ভাবেন, মেয়ে বড় হয়ে গেলে তার নিজের জগৎ হবে। তখন কাকে আঁকড়ে বাঁচবেন?

ইদানীং অবশ্য মেয়েকে নিয়েও ভয় অভিনেত্রী ‘একা মা’-এর। “দুনিয়া যে কী খারাপ, আমার থেকে ভাল আর কে জানে! স্বার্থ ছাড়া কেউ কাছে ঘেঁষে না। আমার মেয়ে আরও সুন্দরী। প্রতি পদে ওকে নিয়ে দুশ্চিন্তায় ভুগি।” অভিনয়দুনিয়ায় তাই মেয়েকে আনতে চান না মা। জানিয়েছেন, মেয়েও চায় না। সে পড়াশোনা করতে ভালবাসে।

মেয়েকে নিয়ে এ ভাবেই প্রতি পদে অতি সাবধানী ‘একা মা’। একা হাতে সন্তানপালনও তো খুব সহজ নয়! প্রসঙ্গ তুলতেই স্বর্ণকমল জবাব দিলেন, “এ ব্যাপারে বাবা আর ভাই আমার সহায়। ওঁরা সারা ক্ষণ আগলে রাখেন। আর্থিক, সাংসারিক যে কোনও সমস্যায় ওঁরাই আমার পাশে। নইলে মেয়েকে বড় করে তুলতে পারতাম না। কারণ, আমাদের বিনোদনদুনিয়ায় কোনও আর্থিক নিরাপত্তা নেই।”

Single Motherhood Swarnakamal Dutta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy