জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানোর সময় জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে শনিবার নতুন করে গুলির লড়াই শুরু হয়। জঙ্গিদমনে ওই এলাকায় ‘ত্রাসি’ অভিযান শুরু করেছে সেনা। শনিবার সেই অভিযান ১৪ দিনে পড়ল।
সেনা সূত্রে খবর, শনিবার সকাল ৫টা ৪০ মিনিটে জইশ জঙ্গিদের গোপন ডেরার হদিস মেলে ডোগলামে। সেখানে পাক-বংশোদ্ভূত দুই জইশ কমান্ডার সইফুল্লা এবং আদিল আত্মগোপন করে রয়েছে বলে খবর পায় নিরাপত্তাবাহিনী। গত দু’সপ্তাহ ধরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। শনিবার গোপন ডেরার হদিস মেলায় জঙ্গিদের ঘিরে ফেলার প্রস্তুতি নেয় সেনা।
সেনা সূত্রে জানানো হয়েছে, জঙ্গিদের ঘিরে ফেলে অভিযান শুরু করতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। জঙ্গিরা যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে, তার জন্য অতিরিক্ত বাহিনী ডাকা হয়। জঙ্গিদের কোণঠাসা করার কাজ শুরু হয়। প্রাথমিক ভাবে সেনা মনে করছে, ওই এলাকায় জইশের তিন জঙ্গি লুকিয়ে রয়েছে। দু’জনের হদিস পেলেও তৃতীয় জঙ্গি কোথায় তারও খোঁজ চলছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর কিশ্তওয়ারের ছাত্রু এলারায় জঙ্গিরা হামলা চালায়। সেই হামলায় এক সেনা নিহত হন। আহত হন সাত জওয়ান। তার পর থেকে কিশ্তওয়ার জুড়ে জঙ্গিদের খোঁজে ‘অপারেশন ত্রাসি’ শুরু হয়েছে। ড্রেন, স্নিফার ডগ এবং হেলিকপ্টার নিয়ে তল্লাশি চলছে। সেনা সূত্রে খবর, দু’বছর ধরে ওই এলাকা থেকে সইফুল্লা এবং আদিল জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। বেশ কয়েকটি গোপন ডেরা তৈরি করেছিল তারা। সম্প্রতি সিংহপোরা এলাকায় জহ্গিদের একটি ডেরার হদিস পায় সেনা। সেখান থেকে প্রচুর খাবার এবং প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার হয়।