পটনায় নিট পড়ুয়ার মৃত্যু ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বিহার। এ বার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল বিহার সরকার। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি শনিবার জানিয়েছেন, নিট পড়ুয়ার মৃত্যুতে তাঁরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। আমরা চাই নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত হোক।’’
ঘটনাচক্রে, এই ঘটনার তদন্ত করছে বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। সরকার যখন সিবিআই তদন্তের দাবি তুলছে, তার প্রেক্ষিতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি নিজের রাজ্যের পুলিশের উপর আস্থা নেই? শুধু রাজ্য সরকারই নয়, আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তরুণীর পরিবার এবং রাজ্যের বিরোধী দল।
আরও পড়ুন:
শুক্রবার নিট পড়ুয়ার পটনার বাড়িতে যান রাজ্য পুলিশের ডিজি বিজয় কুমার। সূত্রের দাবি, তরুণীর বাবা-মাকে এটিকে ‘আত্মহত্যা’ বলে মেনে নিতে বলেন ডিজি। কোনও যৌন হেনস্থা হয়নি বলেও দাবি করেন তিনি। আর এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিতর্ক আরও বাড়ে। এর পরই তরুণী মা অভিযোগ তোলেন, ‘‘সত্যকে ধামাচাপা দেওয়ার সব রকম ভাবে চেষ্টা চলছে। আমার মেয়ে বিচার পাবে না। কারণ কেউই এই ঘটনা নিয়ে বিচলিত নন। টাকা খাইয়ে অভিযুক্ত এবং এই অপরাধকে আড়াল করার চেষ্টা হচ্ছে।’’ উপমুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে বলা হয় তরুণীর পরিবারকে। কিন্তু তারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তরুণীর পরিবারের আইনজীবী বলেন, ‘‘এখন একটা রাস্তাই খোলা আছে, বিচারের জন্য আদালতের দ্বারস্থ হওয়া।’’
প্রসঙ্গত, এ মাসের গোড়ায় পটনার একটি হস্টেল থেকে নিট পড়ুয়াকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। গত ১১ জানুয়ারি হাসপাতালে মৃত্যু হয়। তাঁর পরিবারের অভিযোগ, তরুণীকে ধর্ষণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, তরুণীর যৌন হেনস্থা হয়েছে।