Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ধস অঞ্চলে পুনর্বাসন নিয়ে সভা কলকাতায়

ধস কবলিত এলাকার বাসিন্দাদের জন্য আবাসন গড়ে দেওয়া নিয়ে বৈঠক হল কলকাতা পুরভবনে। সোমবার কলকাতা পুরভবনে আবাসন দফতর এবং পুরসভার পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শোভনবাবু। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

ধস কবলিত এলাকার বাসিন্দাদের জন্য আবাসন গড়ে দেওয়া নিয়ে বৈঠক হল কলকাতা পুরভবনে। সোমবার কলকাতা পুরভবনে আবাসন দফতর এবং পুরসভার পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শোভনবাবু। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক।

আসানসোল-দুর্গাপুর খনি এলাকায় ধসের কবলে পড়া বাসিন্দাদের জন্য ইতিমধ্যে ৩৮ হাজার ফ্ল্যাট গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৪ নভেম্বর এ ব্যাপারে ওই খনি এলাকা ঘুরেও আসেন রাজ্যের আবাসনমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তখনই জানানো হয়, আবাসন দফতর ছাড়া কলকাতা পুরসভাও ওই আবাসন নির্মাণে হাত দেবে। সেই উদ্দেশ্যেই এ দিন বৈঠক হয়। মেয়র জানান, রাজ্য সরকার ওখানে আবাসন গড়তে প্রস্তুত। কিন্তু এখনও পুরো জমি সরকারের হাতে তুলে দিতে পারেননি খনি কতৃর্পক্ষ। তিনি জানান, ৫১৮ একরের মধ্যে ২১৩ একর জমি পাওয়া গিয়েছে। ওই জমির ভিডিওগ্রাফি করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। খালি জমি চায় সরকার। কোনও রকম আইনি জটিলতা থাকলে তা মুক্ত করার দায়িত্ব সরকার নেবে না বলে জানান মেয়র।

শোভনবাবু বলেন, ‘‘খনি এলাকায় ধসের কারণে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তাঁদের দ্রুত স্বস্তি দেওয়া সরকারের প্রধান লক্ষ্য। আগেই কেন্দ্রীয় সরকার তাঁদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল। সেই মতো খনি এলাকার ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করার কাজও শেষ।’’ এ বার তাদের পুর্নবাসন দিতেই উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানান শোভনবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meeting relocation of affected areas coal mine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE