Advertisement
২৪ এপ্রিল ২০২৪

উপাচার্যকে দাবিপত্র

বিএড-এ ভর্তি সংক্রান্ত সমস্যার সমাধানের আবেদন জানিয়ে বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফে উপাচার্য়ের কাছে দাবিপত্র দেওয়া হল। সংসদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের দাবি, ‘‘প্রথমে সরকারি কলেজে তারপর বেসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিএড কলেজগুলিতে ভর্তি করতে হবে।’’ এ ছাড়া বেসরকারি কলেজগুলিতে পড়ার খরচও কমানোর দাবি জানানো হয়েছে ছাত্র সংসদরে তরফে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০২:০৭
Share: Save:

বিএড-এ ভর্তি সংক্রান্ত সমস্যার সমাধানের আবেদন জানিয়ে বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফে উপাচার্য়ের কাছে দাবিপত্র দেওয়া হল। সংসদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের দাবি, ‘‘প্রথমে সরকারি কলেজে তারপর বেসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিএড কলেজগুলিতে ভর্তি করতে হবে।’’ এ ছাড়া বেসরকারি কলেজগুলিতে পড়ার খরচও কমানোর দাবি জানানো হয়েছে ছাত্র সংসদরে তরফে। উপাচার্য স্মৃতিকুমার সরকার প্রথমে সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে বলে আশ্বাস দেন। ছাত্র সংসদের অন্য দাবি প্রসঙ্গে উপাচার্য জানান, খরচ কমানোর বিষয়টি নিয়ে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vc B.ED amirul islam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE