সদ্যোজাতকে খুন ও বধূ নির্যাতনের অভিযোগে শনিবার বাবা ও পিসিকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বছরখানেক আগে অগ্রদ্বীপের গোপীনাথতলার বাসিন্দা শ্রীমতি হালদারের সঙ্গে কেতুগ্রামের নিরোলের বাসিন্দা ভীম মণ্ডলের বিয়ে হয়। বধূর মা প্রতিমাদেবীর অভিযোগ, বিয়ের পরে থেকেই পণের জন্য মেয়ের উপরে অত্যাচার করত তার ননদ ছায়া মণ্ডল ও ভীম। বধূর পরিবারের অভিযোগ, শ্রীমতীদেবী গর্ভবতী হওয়ার পরে তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। গত বুধবার ওই বধূ কাটোয়া মহকুমা হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। শ্রীমতীর মা প্রতিমাদেবীর অভিযোগ, শুক্রবার হাসপাতালে মেয়েকে দেখতে আসে ছায়া। তখনই সদ্যোজাতকে আদর করার অজুহাতে শ্বাসরুদ্ধ করে খুন করা হয় বলে অভিযোগ। যদিও গ্রেফতার হওয়ার আগে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ছায়া। শনিবার অভিযোগ দায়ের হওয়ার পরে ভীম ও ছায়াকে গ্রেফতার করে পুলিশ।