হাসপাতালের গাফিলতির জেরে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ উঠল আসানসোলে। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে সন্তানের জন্ম দেন দক্ষিণ ধাদকা এলাকার শরৎপল্লির বাসিন্দা মল্লিকা রুইদাস। তাঁর দাদা রামানন্দ রুইদাস অভিযোগ করেন, শুক্রবার সকালে প্রসূতিকে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সে দিন রাত ১০টা নাগাদ চিকিৎসকেরা জানান, প্রসবের সময় হয়নি। তাই বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়। রাতেই মল্লিকাদেবীকে বাড়ি নিয়ে যান তাঁরা। কিন্তু এ দিন সকালে ফের তাঁর প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় হাসপাতালে আনা হয়। ভর্তি করানোর পরেই প্রসব হয়। পরে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, সদ্যোজাতের মৃত্যু হয়েছে। কেন আগের রাতে প্রসূতিকে ফেরানো হল, সে প্রশ্ন তুলে ও উপযুক্ত চিকিৎসা হয়নি অভিযোগে প্রসূতির পরিজনেরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। পরে হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাসের কাছে অভিযোগ করেন তাঁরা। হাসপাতালের একটি সূত্রের দাবি, প্রসূতির পরিবারের লোকজন নিজেরাই আগের রাতে তাঁকে বাড়ি নিয়ে চলে গিয়েছিলেন। সুপার বলেন, ‘‘বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কেউ দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’