Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বৈঠকের দ্বন্দ্ব বাইরে আসায় নিষেধাজ্ঞা

বৈঠকে মেয়রকে প্রশ্নের মুখে ফেলেছিলেন দলের কাউন্সিলরই। প্রকাশ্যে এসে গিয়েছিল বাদানুবাদ। আসানসোল পুরসভায় এই ধরনের কোন্দল যাতে প্রকাশ্যে আসার পরেই পুরবোর্ডের সভায় সংবাদমাধ্যমের উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করলেন পুর কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৬
Share: Save:

বৈঠকে মেয়রকে প্রশ্নের মুখে ফেলেছিলেন দলের কাউন্সিলরই। প্রকাশ্যে এসে গিয়েছিল বাদানুবাদ। আসানসোল পুরসভায় এই ধরনের কোন্দল যাতে প্রকাশ্যে আসার পরেই পুরবোর্ডের সভায় সংবাদমাধ্যমের উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করলেন পুর কর্তৃপক্ষ।

২০০৯-এ কংগ্রেস-তৃণমূলের জোট ক্ষমতায় আসার পরে আসানসোল পুরসভার বোর্ড সভায় সংবাদমাধ্যমকে থাকার এক্তিয়ার দিয়েছিলেন কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেন পুরসভার তৎকালীন চেয়ারম্যান তথা বর্তমান মেয়র জিতেন্দ্র তিওয়ারি। গত বছর তৃণমূল পুরবোর্ড গড়ার পরেও তা বহাল ছিল। কিন্তু বুধবার বোর্ডের সভায় নিষেধাজ্ঞার কথা জানানো হয়। পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছি।’’ হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? শাসকদলের কাউন্সিলরদের একাংশের দাবি, দলের কিছু কাউন্সিলর বিভিন্ন বৈঠকে মেয়রের বিরোধিতা করছেন। তা প্রকাশ্যে চলে আসায় বিড়ম্বনা বাড়ছে। এই অস্বস্তি থেকে বাঁচতে পুর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ আখতারের সঙ্গে মেয়রের বাদানুবাদ হয়। সে খবর প্রকাশ হওয়ার পরেই দলের উচ্চ নেতৃত্ব বোর্ডের সভায় সংবাদমাধ্যমের ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেন বলে তৃণমূল সূত্রে খবর। মেয়র জিতেন্দ্রবাবু অবশ্য গোটা বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

media intervention
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE