জেলা ভাগের সঙ্গে সঙ্গে অবলুপ্ত হতে চলেছে ‘বার্ডওয়ান’। বর্ধমান এখন থেকে বর্ধমানই। ইংরেজি ও বাংলায় একই নাম। ৭ এপ্রিল থেকে দুই জেলা হবে ‘পূর্ব বর্ধমান’ আর ‘পশ্চিম বর্ধমান’। গত ২৪ মার্চ কলকাতা গেজেটে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে নতুন নামকরণের কথা জানান।
বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, “সরকারের বিজ্ঞপ্তি মেনে চলব। জেলা ভাগের পরে সরকারি স্তরেও জেলার নাম পরিবর্তন করা হবে।” মুখ্যসচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব বর্ধমানে ১৭টি থানা ও পশ্চিমে ১৬টি থানা থাকছে। পূর্ব বর্ধমানে চারটি ও পশ্চিম বর্ধমানে দু’টি মহকুমা থাকছে।
জেলার ইতিহাস সম্পর্কে ওয়াকিবহালদের মতে, সিপাহি বিদ্রোহের পরে বর্ধমানের নাম ইংরেজিতে ‘বার্ডওয়ান’ হয়। তখনই ইংরেজরা বর্ধমানের বিভিন্ন জায়গায় কলোনি গড়ে তুলেছিল। বর্ধমানের ইতিহাস ও সংস্কৃতির গবেষক যজ্ঞেশ্বর চৌধুরীর কথায়, “ইংরেজরা বর্ধমান উচ্চারণ করতে পারতেন না। ‘বার্ডওয়ান’ উচ্চারণ করতেন।” ইংরেজদের দেওয়া নাম পাল্টানোর জন্য বহু দিন আগেই সরব হয়েছিলেন স্থানীয় মানুষজন।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের কিউরেটর রঙ্গনকান্তি জানা, বর্ধমানের গবেষক সর্বজিৎ যশ এই নাম পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন। সর্বজিতের মতে, “ভালই হয়েছে।” কবি অংশুমান করের সংশয়, “সরকারি ব্যক্তিগত নথিপত্রে ‘বার্ডওয়ান’ থেকে যাবে। সমস্যা হবে না তো?” জেলা প্রশাসনের আশ্বাস, কারওর কোনও সমস্যা হবে না।