Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আজ শপথ সিপিএমের

কথামতো পুরপ্রধানের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করল সিপিএম। পরে বিকেলে সাংবাদিক বৈঠক করে নেতারা জানালেন, আজ, শুক্রবার মহকুমাশাসকের দফতরে শপথ নেবেন দলের কাউন্সিলরেরা। আগেই ভোটের দিনের বহিরাগত এনে ভোট লুঠ, রিগিংয়ের অভিযোগ তুলে শপথ বয়কটের কথা জানিয়েছিলেন সিপিএম নেতৃত্ব। দলের ছয় কাউন্সিলর পরে শপথ নেবেন বলেও জানান। সেই মতো বৃহস্পতিবার পুরশ্রী মঞ্চের অনুষ্ঠানে হাজির হননি সিপিএমের নেতারা।

কালনার শপথ নেওয়ার পরে দলীয় কাউন্সিলরদের সঙ্গে পুরপ্রধান দেবপ্রসাদ বাগ। নিজস্ব চিত্র।

কালনার শপথ নেওয়ার পরে দলীয় কাউন্সিলরদের সঙ্গে পুরপ্রধান দেবপ্রসাদ বাগ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০১:৪০
Share: Save:

কথামতো পুরপ্রধানের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করল সিপিএম। পরে বিকেলে সাংবাদিক বৈঠক করে নেতারা জানালেন, আজ, শুক্রবার মহকুমাশাসকের দফতরে শপথ নেবেন দলের কাউন্সিলরেরা।
আগেই ভোটের দিনের বহিরাগত এনে ভোট লুঠ, রিগিংয়ের অভিযোগ তুলে শপথ বয়কটের কথা জানিয়েছিলেন সিপিএম নেতৃত্ব। দলের ছয় কাউন্সিলর পরে শপথ নেবেন বলেও জানান। সেই মতো বৃহস্পতিবার পুরশ্রী মঞ্চের অনুষ্ঠানে হাজির হননি সিপিএমের নেতারা। সাংবাদিক বৈঠকে সিপিএম নেতা গৌরাঙ্গ গোস্বামী জানান, শহরের বহু মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন। তাঁদের প্রতি কাউন্সিলরদের দায়বদ্ধতা রয়েছে। পুরসভার পরের বৈঠক থেকেই দলীয় কাউন্সিলরেরা যোগ দেবেন। এ দিন সিপিএমের তরফে শহরে লিফলেট বিলি করে দাবি করা হয়, ১৮টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে রিগিং হয়েছে। কোন ওয়ার্ডে কিভাবে রিগিং হয়েছে তাও ওই লিফলেটে বিস্তারিত ভাবে জানানো হয়। পরে পুরপ্রধান দেবপ্রসাদ বাগকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘সিপিএমের দু’জন কাউন্সিলর অনুষ্ঠানে হাজির ছিলেন। বাকিরা কেন হাজির হননি তা খোঁজ নিয়ে বলতে হবে’’ ।যদিও সিপিএমের কালনা জোনাল কমিটির সদস্য স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, ২ এবং ১১ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলরেরা অনুষ্ঠানে কিছুক্ষণ হাজির থাকলেও শপথ নেন নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kalna oath CPM municipal election BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE