চারদলীয় মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দমদম খেয়ালী ক্রিকেট অ্যাকাডেমি। পূর্ব বর্ধমানের বড়শুল শুক্রবার সাক্ষী থাকল এই ক্রীড়া আসরের। বড়শুল উৎসব ময়দানে ‘আজকের আরশিনগর’ এবং বড়শুল-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল চারদলীয় মহিলা ক্রিকেট প্রতিযোগিতা। মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যকে সম্মান জানিয়ে আয়োজন করা হয় এই বিশেষ টুর্নামেন্ট।
সকালে শঙ্খধ্বনির দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বড়শুল-২ নম্বর পঞ্চায়েতের প্রধান রমেশচন্দ্র সরকার। গোটা মাঠ ছিল অত্যন্ত আকর্ষণীয় ভাবে সজ্জিত। খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথকুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাপতি গার্গী নাহা, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বর্ধমান-২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায়, শক্তিগড় থানার ওসি সুব্রত মণ্ডল, সমাজসেবী রাসবিহারী হালদার ও সৌভিক পান এবং বড়শুল-২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান নাজিরা বেগম।
প্রতিযোগিতায় অংশ নেয় চারটি দল- দমদম খেয়ালী ক্রিকেট অ্যাকাডেমি, বর্ধমান সমর একাদশ, ইছাপুর শিশির দাস ক্রিকেট অ্যাকাডেমি ও উত্তর ২৪ পরগণা ক্রিকেট একাদশ।
ফাইনালে প্রথমে ব্যাট করে দমদম খেয়ালী ক্রিকেট অ্যাকাডেমি। নির্ধারিত ১০ ওভারে তারা ২ উইকেটের বিনিময়ে তোলে ১০৩ রান। জবাবে বর্ধমান সমর একাদশ ৬ উইকেটে ৮৬ রানে থেমে যায়। ১৭ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় দমদম খেয়ালী ক্রিকেট অ্যাকাডেমি। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মৌরিমা তরফদার।