Advertisement
২০ মে ২০২৪

নির্যাতনের নালিশ বৃদ্ধের, পাল্টা স্ত্রীর

বছর ছিয়াশির প্রদীপবাবু এমএএমসি কারখানার কর্মী ছিলেন। পুলিশ ও মহকুমা প্রশাসনের কাছে কয়েক দফায় তিনি অভিযোগ করেছেন, বড় ছেলে দীপঙ্করবাবু বাড়ির দখল নিতে তাঁকে মারধর করে তাড়িয়ে দিয়েছে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর ও বর্ধমান শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ০২:২০
Share: Save:

বাড়ি দখল নিতে ছেলে মারধর করে বের করে দিয়েছে, ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক বৃদ্ধ। দু’মাস ধরে আশ্রয়ের খোঁজে নানা জায়গায় ঘুরছেন বলেও দাবি দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনির বাসিন্দা প্রদীপকুমার ঘোষের। যদিও তাঁর স্ত্রী মীরাদেবী মহকুমাশাসকের (দুর্গাপুর) কাছে প্রদীপবাবুর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ করেছেন। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি ও ছেলে দীপঙ্করবাবু।

বছর ছিয়াশির প্রদীপবাবু এমএএমসি কারখানার কর্মী ছিলেন। পুলিশ ও মহকুমা প্রশাসনের কাছে কয়েক দফায় তিনি অভিযোগ করেছেন, বড় ছেলে দীপঙ্করবাবু বাড়ির দখল নিতে তাঁকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। সোমবার তিনি বর্ধমানে এক আইনজীবীর পরামর্শ নিতে এসে অভিযোগ করেন, ‘‘বড় ছেলের নির্যাতন সহ্য করতে পারছিলাম না। টাকা চাইছে, আমার বাড়ির দখল নিতে চাইছে।’’

যদিও প্রদীপবাবুর বড় ছেলে দীপঙ্করবাবুর পাল্টা দাবি, অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে হারিয়েছেন বাবা। তিনি এখন বাড়ি বিক্রি করে দিতে চাইছেন। তাতে আপত্তি করায় মিথ্যে অভিযোগ করেছেন। মীরাদেবী ২৫ মে মহকুমাশাসকের দফতরে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁরও অভিযোগ, ‘‘যে ভাবে হোক বাড়িটি বিক্রি করতে চান আমার স্বামী। আমি তা চাই না। তাই আমাদের নানা ভাবে হেনস্থা করেছেন।’’

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন প্রদীপবাবু। পুলিশ তদন্ত করে অভিযোগের সারবত্তা পায়নি। এর পরেই তিনি দুর্গাপুর আদালতে ছেলের বিরুদ্ধে খোরপোষের মামলা করেন। পরে আবার অভিযোগ করায় ফেব্রুয়ারিতে পুলিশ তাঁর বাড়িতে যায়। কিন্তু প্রদীপবাবু ঘটনার ঠিক মতো ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ ফিরে যায়। এপ্রিলে ফের তিনি পুলিশের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

মহকুমাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, নিউটাউনশিপ থানার কাছে বিষয়টি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE