প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃতের নাম রিপন বাস্কে। আউশগ্রাম থানার বটগ্রামের দক্ষিণপাড়ায় তাঁর বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার বিষয়ে কিশোরীর বাবা মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ধর্ষণ ও পকসো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্ধমান হাসপাতালে কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৪ নভেম্বর ধৃতকে পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। বুধবারই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বছর ষোলোর ওই কিশোরীকে গ্রামেরই যুবক রিপন চেন্নাই নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। সে দিন রাত ১১টা নাগাদ তাকে বর্ধমানে মির্জাপুরের ক্যানেলপাড় এলাকায় নিয়ে যায়। সেখানে ভয় দেখিয়ে কিশোরীকে যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীকে একা সেখানে ফেলে রেখে পালিয়ে যান রিপন। কিশোরী ঘটনাস্থল থেকে হেঁটে মির্জাপুরে এক পরিচিতের বাড়িতে ওঠে। সেখান থেকে কিশোরীর বাড়িতে খবর দেওয়া হয়। কিশোরীকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন।