Advertisement
১৯ এপ্রিল ২০২৪
BJP

Asansol: ভোটে খরচের টাকা নয়ছয়ের অভিযোগ, আসানসোলে বিজেপির জেলা অফিসে হাতাহাতি

আসানসোল লোকসভা নির্বাচনের ফল নিয়ে পর্যালোচনা করার জন্য রবিবার একটি বৈঠক বসেছিল বিজেপি-র জেলা কার্যালয়ে। আলোচনা চলাকালীন অভিযোগ ওঠে, ভোটের জন্য আসা টাকা ঠিক মতো খরচ হয়নি। আলোচনায় উপস্থিত কর্মীদের একাংশ অভিযোগ করেন, জেলা নেতৃত্ব টাকা তছরুপ করেছেন।

বচসা থেকে বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ উঠেছে।

বচসা থেকে বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ উঠেছে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১৩:০২
Share: Save:

ভোটের জন্য আসা টাকা ঠিক মতো খরচ হয়নি। তা তছরুপ করেছে জেলা নেতৃত্ব— এই অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ে। বচসা থেকে কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ উঠেছে।

আসানসোল লোকসভা নির্বাচনের ফল নিয়ে পর্যালোচনা করার জন্য রবিবার একটি বৈঠক বসেছিল বিজেপি-র জেলা কার্যালয়ে। আলোচনা চলাকালীন অভিযোগ ওঠে, ভোটের জন্য আসা টাকা ঠিক মতো খরচ হয়নি। আলোচনায় উপস্থিত কর্মীদের একাংশ অভিযোগ করেন, জেলা নেতৃত্ব টাকা তছরুপ করেছেন।

এই বিষয়টি নিয়ে প্রথমে বচসা শুরু হয়। তার পর তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। কর্মীরা দাবি তোলেন, অবিলম্বে জেলা সভাপতি-সহ সকলকে বাতিল করে দিয়ে নতুন করে নির্বাচন করে যোগ্য ব্যক্তিদের দলের দায়িত্বে দেওয়া হোক।

জেলা সভাপতি দিলীপ দে এই ঘটনাকে ‘সামান্য হই-হট্টগোল’ বলেই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘‘হেরে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না। কর্মীদের কিছু মান-অভিমান ছিল, তাঁরা আমাকে বলতে এসেছিলেন।’’

আর্থিক তছরুপ প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, ‘‘নির্বাচনে কাজ করার জন্য খাওয়াদাওয়া বাবদ বুথভিত্তিক টাকা দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। অনেকে সেই টাকা পাননি বা কেউ কম টাকা পেয়েছেন। সেই নিয়ে কর্মীরা অভিযোগ জানাতে এসেছিলেন। তা নিয়েই একটু হই-হট্টগোল হয়েছে।’’
জেলার তৃণমূল নেতা অভিজিৎ ঘটক বলেন, ‘‘হেরে গিয়ে চুড়ান্ত হতাশ বিজেপি কর্মীরা। রবিবারের ঘটনা তারই বহিঃপ্রকাশ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE