Advertisement
২৬ অক্টোবর ২০২৪
Criminal

CCTV Footage: সিসিটিভির ফুটেজ দেখে ডাকাতির কিনারা, একে একে ধরা পড়ল ৩ দুষ্কৃতী

গত ৩০ এপ্রিল রাতে বর্ধমান শহরের টিকরহাট মালিরবাগানে ওই ৩ দুষ্কৃতীর খপ্পরে পড়েন লিটন মজুমদার নামে এক ব্যবসায়ী।

ধৃতেরা হল শেখ আজাদ, শেখ সাবির এবং শেখ মিরাজ।

ধৃতেরা হল শেখ আজাদ, শেখ সাবির এবং শেখ মিরাজ।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৮:২৬
Share: Save:

সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে ডাকাতির কিনারা করল বর্ধমান থানা। গত ৩০ এপ্রিল রাতে ঘটে যাওয়া একটি ডাকাতির ঘটনার তিন সপ্তাহ পর গ্রেফতার হল অভিযুক্তেরা। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল শেখ আজাদ, শেখ সাবির এবং শেখ মিরাজ। কী ঘটেছিল?

গত ৩০ এপ্রিল রাতে বর্ধমান শহরের টিকরহাট মালিরবাগানে ওই ৩ দুষ্কৃতীর খপ্পরে পড়েন লিটন মজুমদার নামে এক ব্যবসায়ী। তাঁর ওষুধের দোকান রয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ই দুষ্কৃতীরা তাঁর পেটে ছুরি চালিয়ে কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে গিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রথমে কোনও সূত্র পাওয়া যাচ্ছিল না। শেষ সিসিটিভি ফুটেজ দেখেই প্রথম শেখ আজাদের কথা উঠে আসে। আজাদকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই একে একে বাকি দু’জনের নামও উঠে আসে। সেই সূত্র ধরে বাকি দুজনকেও গ্রেফতার করা হয়।

অন্য বিষয়গুলি:

Criminal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE