Advertisement
২৭ এপ্রিল ২০২৪

এক সপ্তাহ বাদে জট কাটল বটলিং প্ল্যান্টে

ট্রাকে সিলিন্ডার তোলা-নামানোর কাজে যুক্ত ঠিকাকর্মীদের একাংশের অসহযোগিতার জেরে দিনে গড়ে সাড়ে ৫ লক্ষ টাকা হারে ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সংস্থা কর্তৃপক্ষ।

খুশি: সমস্যা মেটায় মিষ্টিমুখ কর্মীদের। বুধবার দুর্গাপুরে। নিজস্ব চিত্র

খুশি: সমস্যা মেটায় মিষ্টিমুখ কর্মীদের। বুধবার দুর্গাপুরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০১:৩৫
Share: Save:

টানা এক সপ্তাহ। অবশেষে জট কাটল রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থার দুর্গাপুরে বটলিং প্ল্যান্টে। বুধবার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শঙ্খ সাঁতরা জানান, ষাটোর্ধ্ব এবং অক্ষম আট জন ঠিকা শ্রমিকের অবসরকালীন প্রাপ্য নিয়ম অনুযায়ী মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। বাকিরা এ দিন কাজে যোগ দিয়েছেন।

ট্রাকে সিলিন্ডার তোলা-নামানোর কাজে যুক্ত ঠিকাকর্মীদের একাংশের অসহযোগিতার জেরে দিনে গড়ে সাড়ে ৫ লক্ষ টাকা হারে ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সংস্থা কর্তৃপক্ষ। গত চার মাস ধরে পরিস্থিতি না বদলানোর অভিযোগে ৭ জুন থেকে পরিবহণকারীদের তরফে ১১২ জন ঠিকাকর্মীর মধ্যে ৮৫ জনের ‘গেট-পাস’ বাতিল করা হয়। তার পরেই প্ল্যান্টের গেটে শুরু হয় ঠিকা-কর্মীদের বিক্ষোভ। ছাঁটাই হওয়া কর্মীদের পাশে দাঁড়ায় সিপিএম। তৃণমূলও জানায়, এ ভাবে একতরফা কর্মীদের বাতিলের সিদ্ধান্ত বেআইনি। ওই দিন থেকে কার্যত অচলাবস্থা তৈরি হয় প্ল্যান্টে। এর জেরে দক্ষিণবঙ্গের নানা জেলায় গ্যাস-সরবরাহ বন্ধ হয়ে যায়।

গত সাত দিন ধরে প্ল্যান্টের অচলাবস্থা কাটাতে দফায় দফায় বৈঠক করে প্রশাসন। আগে ঠিকা-কর্মীদের কাজে ফিরিয়ে তারপরে বাকি সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেয় প্রশাসন। প্রথম দিকে অনড় থাকেন পরিবহণকারীরা। তাঁরা জানান, আট জনের বয়স ষাট বছরের বেশি এবং তাঁরা অক্ষম। এ ছাড়া ১৮ জন কর্মীর বিরুদ্ধে নানা সময়ে প্ল্যান্টে অশান্তি পাকানো, অন্যদের কাজ করতে না দেওয়ার অভিযোগ রয়েছে। এই মোট ২৬ জনকে বাদে বাকিদের কাজে যোগ দেওয়ার কথা জানান তাঁরা।

শেষমেশ বুধবার অবশ্য ষাট বছরের বেশি আট জনকে বাদ দিয়ে সকলকেই কাজে যোগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন পরিবহণকারীরা। প্ল্যান্ট কর্তৃপক্ষের আশা, আজ, বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের দাবি, আট জনের অবসরকালীন প্রাপ্য মিটিয়ে পোষ্যদের কাজ দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE