Advertisement
১১ নভেম্বর ২০২৪
আইএনটিটিইউসি-র সম্মেলন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে

কমিটি কী ভাবে, প্রশ্ন সংগঠনেই

সংগঠনের জেলা বা মহকুমা স্তরের কমিটি গড়া হয়নি এখনও। কিন্তু ডিএসপি-তে আইএনটিটিইউসি-র স্থায়ী কর্মীদের নতুন কমিটি ঘোষণায় বিতর্ক তৈরি হল সংগঠনের অন্দরেই। রবিবার সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেনের উপস্থিতিতে এই কমিটির কথা ঘোষণা হয়।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৮
Share: Save:

সংগঠনের জেলা বা মহকুমা স্তরের কমিটি গড়া হয়নি এখনও। কিন্তু ডিএসপি-তে আইএনটিটিইউসি-র স্থায়ী কর্মীদের নতুন কমিটি ঘোষণায় বিতর্ক তৈরি হল সংগঠনের অন্দরেই। রবিবার সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেনের উপস্থিতিতে এই কমিটির কথা ঘোষণা হয়। দোলাদেবী যদিও এটি ‘সাংগঠনিক বিষয়’ বলে দাবি করেছেন।

বিধানসভা ভোটে দুর্গাপুরের দু’টি আসনে হারের পরে তৃণমূল এবং আইএনটিটিইউসি-র যাবতীয় কমিটি ভেঙে দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন দলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। কিছু দিন আগে দলীয় কমিটি গড়া হলেও আইএনটিটিইউসি-র কমিটি এখনও গড়া হয়নি। রবিবার অবশ্য ডিএসপি-র স্থায়ী কর্মীদের সংগঠনের নতুন কমিটি ঘোষণা হয়ে গেল ‘ডিএসপি মজদুর ইউনিয়ন’-এর বার্ষিক সম্মেলনে। এ নিয়েই শুরু হয়েছে চাপান-উতোর।

ওই সংগঠনের নতুন যে ওয়ার্কিং কমিটির কথা এ দিন ঘোষণা করা হয় সেখানে ডিএসপির কর্মী নন, এমন তালিকায় জায়গা পাওয়া সদস্যদের মধ্যে রয়েছেন দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়। সম্মেলন শেষ তিনি নিজেই নতুন কমিটি গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘‘জেলা বা মহকুমা স্তরের কমিটি এখনও গড়া হল না। সেখানে এ ভাবে ডিএসপি-র কমিটি কি গড়া যায়? এটা তো আগের সিদ্ধান্তকে একপ্রকার চ্যালেঞ্জ!’’ তাঁর দাবি, ইতিমধ্যে দলীয় স্তরে কমিটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জেলা কমিটি গঠন না হলেও সংগঠনের অন্য কমিটি তৈরি করে ফেলার ঘটনা এই শিল্পাঞ্চলে অবশ্য সম্প্রতি আরও ঘটেছে। আসানসোলে আইএনটিটিইউসি অনুমোদিত রেলের হকার ইউনিয়নের একটি কমিটি ঘোষণা করা হয়েছিল মাসখানেক আগে। দলের জেলা নেতৃত্ব যদিও পরে সেই কমিটি বৈধ নয় বলে দাবি করেন। এর পরে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ইস্কোর কুলটি সেল গ্রোথ ডিভিশনে আইএনটিটিইউসি-র কমিটি ঘোষণা হয়। সুব্রতবাবু জানিয়েছিলেন, কমিটির বিষয়টি নিয়ে তিনি উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে নেবেন।

অন্য বিষয়গুলি:

Steel plant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE