Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ফের কারবার রমরমিয়ে, বাধা দিলেই হুঁশিয়ারি

ফের মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হলেন কালনা ২ ব্লকের পূর্ব সাতগাছিয়া এলাকার কিছু বাসিন্দা। এই এলাকার বন্দেবাজ মৌজায় শালি জমি থেকে বেআইনি ভাবে মাটি কাটা হচ্ছে, সোমবার মুখ্যমন্ত্রীর দফতর-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি পাঠিয়ে অভিযোগ করলেন তাঁরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০৩:৩১
Share: Save:

ফের মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হলেন কালনা ২ ব্লকের পূর্ব সাতগাছিয়া এলাকার কিছু বাসিন্দা। এই এলাকার বন্দেবাজ মৌজায় শালি জমি থেকে বেআইনি ভাবে মাটি কাটা হচ্ছে, সোমবার মুখ্যমন্ত্রীর দফতর-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি পাঠিয়ে অভিযোগ করলেন তাঁরা।

মাস পাঁচেক আগে এই এলাকার মানুষজন ভাগীরথীর পাড়ে দেদার মাটি কাটার ফলে কৃষিজমি নষ্টের অভিযোগ তুলে রাস্তায় নেমেছিলেন। এর পরেই নড়ে বসে প্রশাসন। বারবার পুলিশি অভিযানের পরে মাটি কাটা বন্ধ হয় বলে দাবি এলাকাবাসীর। কিন্তু সোমবার তাঁরা অভিযোগ করেন, বন্দেবাজ এলাকায় শালি জমিতে বেআইনি ভাবে মাটি কাটা চলছে। তাতে মদত দিচ্ছেন এলাকার এক জনপ্রতিনিধি। বেআইনি ভাবে ১০-১২ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে বেআইনি কারবারিরা চড়া দামে বিক্রি বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে বলে অভিযোগ। বাধা দিতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

গ্রামবাসীর একাংশের দাবি, কালনা ২ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে সম্প্রতি কয়েকজন আধিকারিক মাপজোক করে যান এলাকায়। কিন্তু তাঁরা এলাকা থেকে ফিরে যাওয়ার পরেই ফের রমরমিয়ে শুরু হয়েছে মাটির কারবার। যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। অবিলম্বে যন্ত্রগুলি বাজেয়াপ্ত করা ও মাটি মাফিয়াদের দৌড়াত্ম্য বন্ধের আবেদন জানিয়েছেন ওই বাসিন্দারা।

মাস পাঁচেক আগে বেআইনি মাটি কারবার বন্ধের দাবিতে এলাকার সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছিলেন শাসক দলের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও কর্মীরা। এ দিন ফের অভিযোগ ওঠার পরে কালনা ২ ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায় বলেন, ‘‘এই রকম কারবার দল সমর্থন করে না। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশকে জানানো হবে।’’

কালনা থানার পুলিশের দাবি, নদীর পাড়ে লাগাতার অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। গত দু’মাসে ১২টি নৌকা, দু’টি মাটি কাটার যন্ত্র ও চারটি ট্রাক্টর আটক করা হয়েছে। অবৈধ ভাবে মাটি কাটার জন্য গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। ভাগীরথীর পাড় ছাড়া পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েত এলাকায় অন্য কোথাও বেআইনি ভাবে মাটি কাটা হচ্ছে কি না, সে ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Soil Maifa Illegal Kalna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE