বৃদ্ধকে পিষে দেয় ডাম্পার। থানায় খবর দিয়েছিলেন পুত্র। তাঁর অভিযোগ, পুলিশ এসে তাঁকেই বৃদ্ধের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেহাংশ তুলতে বাধ্য করেছে। পূর্ব বর্ধমানের গুসকরার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পূর্ব বর্ধমানের গুসকরা বাস টার্মিনাসের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় প্রদীপকুমার দাস নামে ওই বৃদ্ধের। তাঁর বয়স ৬৩ বছর। তিনি লটারির টিকিট বিক্রি করতেন। গুসকরা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শিরিষতলায় তাঁর বাড়ি। সোমবার রাতে বাড়ি ফিরছিলেন। তখন পিছন থেকে ধাক্কা দেয় ডাম্পারটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই ডাম্পার প্রদীপকে পিষে দিয়ে চলে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছোয় বৃদ্ধের পুত্র সুদীপ দাস। দুর্ঘটনাস্থলে যায় গুসকরা ফাঁড়ির পুলিশ। সুদীপ বলেন, ‘‘পুলিশ আমাকে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বাবার দেহের টুকরো তুলতে বলে। আমি দেহাংশ রাস্তা থেকে তুলে দিই।’’
এই বিষয়ে জেলা পুলিশ সুপার সায়ক দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখছি, কী হয়েছে।’’