ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে তৃণমূল দ্বিচারিতা করছে। শুক্রবার আসানসোলে এই মন্তব্য করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি পশ্চিমবঙ্গে তাদের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যে এ দিন আসানসোলে দলের জেলা কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে। বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ভূপেন্দ্র যাদব। ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং দলের পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক-সহ অন্য শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, বৈঠকে মূলত আগামী বিধানসভা নির্বাচনের জন্য সাংগঠনিক কৌশল, বুথ-স্তরের প্রস্তুতি, সংগঠন মজবুত করা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় এসআইআর নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। তাঁর মন্তব্য, “এটি নিয়ে তৃণমূল দ্বিচারিতা করছে। কারণ, তৃণমূলের নেতা-মন্ত্রীদের যদি সত্যিই সাহস থাকে, তা হলে তাঁরা এসআইআরের গণনাপত্র পূরণ করে জমা না দিয়ে ছিঁড়ে ফেলে দিতেন। তা না করে এক দিকে বিরোধিতা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো-সহ দলের বাকি নেতা-মন্ত্রীরা গণনাপত্র পূরণ করছেন। আর সাধারণ মানুষকে এর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন।”
তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন (দাশু) বলেন, “বিরোধীরা যে যা বলছেন বলতে দিন। এসআইআর থাকুক বা যাই থাকুক, পশ্চিমবঙ্গে খুব ভাল ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী লাভ করে চার বারের মুখ্যমন্ত্রী হবেন।”
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের নানা প্রান্তে এ ধরনের সাংগঠনিক বৈঠক করায় আরও জোর দেওয়া হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)