Advertisement
E-Paper

হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ

এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলে। পুলিশ জানিয়েছে, মৃতা ছাত্রী মধুমিতা পাল (২২) দুর্গাপুরে সগড়ভাঙা এলাকার বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০১:৩৪

এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলে। পুলিশ জানিয়েছে, মৃতা ছাত্রী মধুমিতা পাল (২২) দুর্গাপুরে সগড়ভাঙা এলাকার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মধুমিতাদেবী ভূগোল বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের তারাবাগ চত্বরের মীরা বাঈ হস্টেলের আবাসিক ছিলেন। অন্য আবাসিকরা জানান, বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার জন্য মধুমিতাকে ডাকতে গেলে কোনও সাড়াশব্দ মেলেনি। এরপরই তারাবাগের রক্ষীদের সাহায্যে ঘরের দরজা ভেঙা হলে মধুমিতাকে ঘরের মধ্যেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ছাত্রীদের অভিযোগ, হাসপাতালে খবর দেওয়া হলেও অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়। ঘটনাস্থলে পৌঁছন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রজত ভট্টাচার্য। পরে ওই ছাত্রীকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

ছাত্রীর বাবা অখিল পাল যদিও একটি খুনের অভিযোগ করেছেন। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। রজতবাবু বলেন, ‘‘পুলিশি তদন্ত চলাকালীন বিষয়টি কোনও কথা বলা উচিত নয়।’’ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের যদিও অনুমান, ‘‘ছাত্রীটি প্রেমঘটিত কোনও কারণে আত্মঘাতী হতে পারেন।’’

bardhaman Bardhaman University madhumita pal amirul islam Burdwan Medical College
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy