Advertisement
২৭ এপ্রিল ২০২৪

অনিয়মের অভিযোগে ঘেরাও প্রধান শিক্ষক

টাকা নিয়েও পড়ুয়াদের পোষাক না দেওয়া, অনিয়মিত মিড ডে মিল দেওয়া-সহ একাধিক বেনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করল স্কুলের পড়ুয়ারা। তাতে যোগ দিলেন বেশ কয়েক জন শিক্ষকও।

নিজস্ব সংবাদদাতা
হিরাপুর শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০২:২২
Share: Save:

টাকা নিয়েও পড়ুয়াদের পোষাক না দেওয়া, অনিয়মিত মিড ডে মিল দেওয়া-সহ একাধিক বেনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করল স্কুলের পড়ুয়ারা। তাতে যোগ দিলেন বেশ কয়েক জন শিক্ষকও। মঙ্গলবার হিরাপুর শিক্ষাচক্রের মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। পরে অতিরিক্ত স্কুল পরিদর্শক ও পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে বেনিয়মের কোনও অভিযোগ মানতে চাননি প্রধান শিক্ষক।

এ দিন সকাল ১১টা নাগাদ বেশ কিছু পড়ুয়া স্কুলের শিক্ষকদের কমনরুমে আটকে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ, দু’বছর ধরে টাকা নেওয়া হলেও স্কুলের পোশাক দেওয়া হয়নি। সেই টাকা ফেরত দিতে হবে। স্কুলে নিয়মিত মিড-ডে মিল দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ছাত্রদের। অবিলম্বে তা নিয়মিত করার দাবি জানানো হয়। এ ছাড়াও স্কুলের পরিচয়পত্র, কন্যাশ্রীর টাকার ব্যবস্থা করার দাবিও জানানো হয়। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন স্কুলে এসে পৌঁছাতেই ছাত্রদের ক্ষোভ আরও বাড়ে। প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। খবর পেয়ে ঘণ্টাখানেক পরে স্কুলে আসেন মহকুমার সহকারি স্কুল পরিদর্শক অজয় পাল। পরিস্থিতি সামাল দিতে পুলিশও আসে। অজয়বাবু পড়ুয়াদের অভিযোগগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। মহকুমাশাসক প্রলয় রায়চৌধুরী জানান, তাঁর কাছেও ওই স্কুলের কিছু বেনিয়মের অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gherao headmaster
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE