Advertisement
E-Paper

রথযাত্রা আটকে দেবে মানুষ, মত সূর্যকান্তের

সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দলের পশ্চিম বর্ধমান জেলার সাধারণসভার আয়োজন করা হয়েছিল এ দিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০১:৫০

বিজেপি-র রথযাত্রা রাজ্যের মানুষ আটকে দেবেন। বামপন্থীরা তাঁদের পাশে থাকবেন। সোমবার দুর্গাপুরে এমনই আশা প্রকাশ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দলের পশ্চিম বর্ধমান জেলার সাধারণসভার আয়োজন করা হয়েছিল এ দিন। সেখানেই এসেছিলেন সূর্যকান্তবাবু। বিজেপি-র রথযাত্রা নিয়ে তিনি বলেন, ‘‘সাম্প্রদায়িক শক্তি, দাঙ্গার রাজনীতির বিরুদ্ধে এই রাজ্যের মানুষের দীর্ঘ লড়াইয়ের ঐতিহ্য রয়েছে। তাঁরা এ বারও বাংলার সেই ঐতিহ্য রক্ষা করবেন। বামপন্থীরা সমস্ত কিছুর বিনিময়ে মোকাবিলা করার জন্য রাস্তায় নামবেন।’’ সূর্যকান্ত জানান, আগামী লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপি-র বিরুদ্ধে বিরোধী ভোট এককাট্টা করতে কংগ্রেস-সহ সব ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলির সঙ্গে এক হয়ে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রাজ্যে বিজেপি ও তৃণমূল, উভয় দলের বিরুদ্ধেই বাকিদলগুলিকে এককাট্টা করার চেষ্টা করা হবে বলে জানান সূর্যবাবু। তিনি বলেন, ‘‘বিজেপি-র সঙ্গে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় নেমেছে তৃণমূল। অবশ্য দু’টি দলের মধ্যে স্বার্থের বোঝাপড়া রয়েছে।’’

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফেডারেল ফ্রন্ট’ গড়ার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ফেডারেল ফ্রন্ট উনি (মমতা) শিখেছেন বিজেপির কাছে। এর লক্ষ্য হল, বিজেপি বিরোধী প্রকৃত ফ্রন্ট গঠনের চেষ্টা ভেস্তে দেওয়া। যাতে বিজেপি-র স্বার্থ সুরক্ষিত থাকে।’’

সপ্তাহখানেক আগে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বেআইনি খাদান নিয়ে সরব হয়েছিলেন। সে প্রসঙ্গে এ দিন সূর্যবাবু বলেন, ‘‘যত কয়লা মাফিয়া, বালি মাফিয়া-সবই তাঁর আশীর্বাদপুষ্ট। উনি এখন ভয়ে আছেন। গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তাই এখন ওসব কথা বলছেন।’’ তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের পাল্টা মন্তব্য, ‘‘বেআইনি খাদানের রমরমা ছিল বাম আমলেই। প্রাসঙ্গিক থাকার জন্যই এসব আবোল-তাবোল বকছেন ওঁদের নেতারা।’’

Surjya Kanta Mishra RSS Rathayatra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy