Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ডিএসপি-র আবাসন নিয়ে আশ্বাস সুষমার

ডিএসপি-র অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন সমস্যার সমাধানে ইস্পাত মন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেট লাগোয়া মাঠে বিজেপির প্রচারে এক সভায় তিনি এ কথা জানান। ডিএসপি-র আবাসন নিয়ে দুর্গাপুরে আন্দোলন চলছে অনেক দিন ধরেই। বছর দশেক আগে এক বার অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন বিলির প্রক্রিয়া হয়েছিল। ন্যূনতম ৬৫ হাজার টাকায় ৯৯ বছরের জন্য আবাসন ‘লিজ’ দেওয়া হত।

দুর্গাপুরে সুষমা স্বরাজ।—নিজস্ব চিত্র।

দুর্গাপুরে সুষমা স্বরাজ।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০১:০৯
Share: Save:

ডিএসপি-র অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন সমস্যার সমাধানে ইস্পাত মন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেট লাগোয়া মাঠে বিজেপির প্রচারে এক সভায় তিনি এ কথা জানান।
ডিএসপি-র আবাসন নিয়ে দুর্গাপুরে আন্দোলন চলছে অনেক দিন ধরেই। বছর দশেক আগে এক বার অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন বিলির প্রক্রিয়া হয়েছিল। ন্যূনতম ৬৫ হাজার টাকায় ৯৯ বছরের জন্য আবাসন ‘লিজ’ দেওয়া হত। মাঝে বেশ কয়েক বছর তা বন্ধ ছিল। এ নিয়ে শ্রমিক সংগঠনগুলির তরফে লাগাতার আন্দোলন হয়েছে। বছর দুয়েক আগে ইস্পাত মন্ত্রকের পক্ষ থেকে ফের আবাসন বিলির সিদ্ধান্তের কথা জানানো হয়। ন্যূনতম আড়াই লক্ষ টাকার বিনিময়ে ৩ বছরের জন্য আবাসন ‘লিজ’ দেওয়ার কথা জানানো হয়। এমনকী, আগে যাঁরা আবাসন নিয়েছেন তাঁদেরও বাকি অর্থ জমা দিতে হবে বলে বলা হয়। শ্রমিক সংগঠনগুলি এর তীব্র বিরোধিতা করে। আদালতে মামলা হয়। তার পর থেকে বিষয়টি আর এগোয়নি। এ দিন ভোটের প্রচারে এসে স্থানীয় নেতাদের কাছে বিষয়টি শুনে সুষমা জানান, রাতে দিল্লি ফিরেই তিনি বিষয়টি নিয়ে ইস্পাত মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আজ, সোমবার ইস্পাত মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরের দুর্গাপুরে প্রচারে আসার কথা। তিনি কী বলেন, এখন সে দিকে তাকিয়ে রয়েছেন ডিএসপি-র অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই।
এ দিন সুষমা নারদ-কাণ্ড থেকে কলকাতায় উড়ালপুল ভেঙে পড়া, নানা প্রসঙ্গ তুলে তৃণমূলের সমালোচনা করেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে তাঁদের কর্মীরা বারবার আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগও করেন। সভায় ছিলেন দলের আসানসোল জেলা সভাপতি তাপস রায়, দুর্গাপুরের দুই প্রার্থী অখিল মণ্ডল ও কল্যাণ দুবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE