কাজের বেলায় কাজি, আর কাজ ফুরোলেই..! এ বারের ভোটে নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মেমারির কলানবগ্রাম এলাকার দুই প্রতিবন্ধী ভাই সঞ্জীব এবং মানিক মণ্ডল। ভোটারদের বুথে যাওয়ার আবেদন জানিয়েছিলেন তাঁরা। ভোট শেষের পরে এখন আর তাদের কথা কেউ মনে রাখেনি। এমনকী, করোনার তৃতীয় ঢেউ আসার আগেও মেলেনি টিকা।
শারীরিক ভাবে বিশেষ সক্ষম সঞ্জীব ও মানিক কোভিড টিকার জন্য বারে বারে হাসপাতালে গিয়েছেন। তাঁদের অভিযোগ, লাইনে দাঁড়িয়েও মেলেনি টিকা। করোনা পরিস্থিতি জনিত বিধিনিষেধের কারণে স্থানীয় বিডিও-র দফতরে সশরীরে যেতে না পারলেও ফোনে টিকা না পাওয়ার বিষয়টি জানিয়েছিলেন সঞ্জীবরা। তবুও কোনও সুরাহা মেলেনি।