Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আইসিএসই-তে সফল তিন কন্যা

আইসিএসই পরীক্ষার ফলে আসানসোলে নজর কাড়ল তিন কন্যা। তাঁরা আসানসোলের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের সংঘ্যা চৌধুরী, রূপসা বন্দ্যোপাধ্যায় ও লরেটো কনভেন্টের উদিতা মুখোপাধ্যায়। সংঘ্যার প্রাপ্ত নম্বর ৯৮.৪ শতাংশ। সকাল সকাল ইন্টারনেট মারফত খবর পায় সংঘ্যা। আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছে তাঁর। তবে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য এ বার সে পাড়ি জমাতে চায় কলকাতায়।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০১:১০
Share: Save:

আইসিএসই পরীক্ষার ফলে আসানসোলে নজর কাড়ল তিন কন্যা। তাঁরা আসানসোলের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের সংঘ্যা চৌধুরী, রূপসা বন্দ্যোপাধ্যায় ও লরেটো কনভেন্টের উদিতা মুখোপাধ্যায়।

সংঘ্যার প্রাপ্ত নম্বর ৯৮.৪ শতাংশ। সকাল সকাল ইন্টারনেট মারফত খবর পায় সংঘ্যা। আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছে তাঁর। তবে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য এ বার সে পাড়ি জমাতে চায় কলকাতায়। বাবা প্রবীর কৃষ্ণ চৌধুরী ও মা সুদীপ্তাদেবী জানান, ছোট থেকেই মেয়ের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। আসানসোলের সম্ভাব্য দ্বিতীয় ওই স্কুলেরই রূপসা বন্দ্যোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৯৮.২ শতাংশ। উচ্চশিক্ষার ক্ষেত্রে রূপসার পছন্দ তথ্য-প্রযুক্তি। তার বাবা, মা অভিজিৎবাবু ও কাকলিদেবী জানান, মেয়ে ছবি আঁকতেও ভালবাসে। প্রধান শিক্ষিকা জেআর অ্যান্ডারসন বলেন, ‘‘স্কুলের প্রায় ৩০ বছরের ইতিহাসে এত ভাল ফল আগে কখনও হয়নি।’’

শহরের সম্ভাব্য তৃতীয় লরেটোর উদিতা। তাঁর প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশ। অধ্যাপক দম্পতি ডক্টর ফাল্গুনী মুখোপাধ্যায় ও সঙ্গীতাদেবীর কন্যা উদিতা সাহিত্যের অনুরাগী। ফাল্গুনীবাবু বলেন, ‘‘ভাল ফল করে মেয়ে আব্দার করেছে, বিভূতিভূষণ রচনাবলি চাই।’’ ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চায় উদিতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

icse asansol student doctor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE