ট্রাকের সঙ্গে স্কুলবাসের মুখোমুখি ধাক্কায় জখম ১২ জন ছাত্র। শনিবার বেলা সাড়ে ১০টা নাগাদ মেমারি কলেজ লাগোয়া এলাকায় জিটি রোডের উপরে দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচলও বন্ধ ছিল।
এ দিন সকাল থেকেই এলাকায় ব্যাপক বৃষ্টি হচ্ছিল এলাকায়। মেমারি থানার সূত্রে জানা গিয়েছে, মেমারি কলেজের কাছে বাঁ দিক দিয়ে স্কুল বাসটি যাচ্ছিল। আচমকা বর্ধমানগামী একটি ফাঁকা ট্রাকটি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে বাসটিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কয়েক মিটার মতো পিছিয়ে যায়। ট্রাকটি ফের রাস্তা লাগোয়া একটি বাড়িতে ধাক্কা মারে। দশম শ্রেণির পড়ুয়া মেমারির কদমপুকুরের বাসিন্দা রোহন বিশ্বাস বলে, “বাসের পিছনের দিকে বসেছিলাম। আচমকা ধাক্কায় বাসটা খানিক দুলে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে।’’ প্রদ্যুৎ মণ্ডল, নওসিন নাওয়ার, সাহিল রক্ষিতেরা জানায়, তারা বাসের সামনে দিকে বসেছিল। ট্রাকের ধাক্কায় টাল সামলাতে না পেরে তারা সিট থেকে পড়ে গিয়ে জখম হয়।
পড়ুয়াদের পাশাপাশি গুরুতর জখম হয়েছেন বাসের চালকও। জখমদের প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কয়েক জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোনও জখম পড়ুয়াই বর্ধমান মেডিক্যালে আসেনি।