Advertisement
০৪ মে ২০২৪
Vande Bharat

প্ল্যাটফর্মে ধাক্কা, একের পর এক পাদানি ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের! হাওড়া ছেড়ে যাওয়ার পথে বিপত্তি

একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় বর্ধমান-রামপুরহাট লুপলাইনের ভেদিয়া স্টেশনে সকাল ৭টা ৩৫ থেকে ৮টা ৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।

দুর্ঘটনাগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেস।

দুর্ঘটনাগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেস। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ১১:১২
Share: Save:

আবার বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি। এ বার অবশ্য পাথর হামলা নয়, দুর্ঘটনা হল ট্রেনের অন্দরে। প্ল্যাটফর্মের গা ঘেঁষে ঘষটাতে ঘষটাতে ট্রেন ছোটে। তাতে বেশ কয়েকটি কামরার পাদানি ভেঙে যায়। এর ফলে প্রায় এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে ছিল আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই খবর।

রেল সূত্রে খবর, একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় বর্ধমান-রামপুরহাট লুপলাইনের ভেদিয়া স্টেশনে বুধবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা ৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার পাদানি ভেঙে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হন রেলকর্মীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে মেরামতির পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

এই ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘ঘণ্টা খানেক ট্রেনটি দাঁড়িয়ে পড়ে ভেদিয়া স্টেশনে। মনে হচ্ছে, প্ল্যাটফর্মে ধাক্কা খেয়ে পাদানি ভেঙেছে। তবে অন্য কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।’’

উল্লেখ্য, মঙ্গলবারই বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটে। বিকেলে ১২০৪১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসেও পাথর ছোড়ার ঘটনা ঘটে খানা জংশন রামপুরহাট লুপ লাইনের ঝাপটার ঢাল স্টেশনের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE