স্থানীয় সমবায়ের মাধ্যমে ন’মাস আগে ধান বিক্রি করা হলেও পুরো টাকা মেলেনি। এই অভিযোগে বৃহস্পতিবার বুদবুদ-গুসকরা রোড অবরোধ করলেন আউশগ্রাম ২ ব্লকের আমরারগড়ের বাসিন্দারা। ব্লক অফিসে তালাও ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর অমরারগড়ের বহু বাসিন্দা গ্রামেরই একটি সমবায়ে ধান বিক্রি করেন। চার দফায় ধান নেওয়া হয় চাষিদের কাছ থেকে। চাষিদের অভিযোগ, দু’দফার টাকা মিললেও বাকি এখনও পাওয়া যায়নি। এর আগে গত ২২ অগস্ট চাষিদের একাংশ বিডিও অফিসে বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধও করা হয়। সেই সময় বিডিও-র কাছ থেকে আশ্বাস মেলার পরে বিক্ষোভ ও অবরোধ ওঠে। কিন্তু তারপরেও সরকারি গুদামে মিলগুলি চাল ফেলছে না বলে অভিযোগ।
এ দিন চাষিরা অভিযোগ করেন, গত বার দ্রুত চাল ফেলা হবে বলে ব্লক অফিসে জানায় মিলগুলি। কিন্তু তারপরে একটি মিলও গুসকরার সরকারি গুদামে চাল ফেলেনি বলে চাষিদের দাবি। স্থানীয় বাসিন্দা গদাধর মিশ্রের ক্ষোভ, ‘‘মিলগুলি সরকারি গুদামে চাল না ফেললে টাকা মিলবে না। টাকা আটকে রয়েছে।’’
রাস্তা অবরোধ হওয়ায় কাটোয়া, গুসকরা, আসানসোল, দুর্গাপুরগামী বহু বাস, ছোট গাড়ি আটকে পড়ে। দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসেন ব্লক প্রশাসনের কর্তারা। যে মিলগুলির বিরুদ্ধে অভিযোগ, তাদের প্রতিনিধিদেরও বৈঠকে ডাকা হয়। বিডিও দীপ্তিময় দাসের দাবি, ‘‘বৈঠকে ঠিক হয়েছে, সোমবার থেকে সরকারি গুদামে মিলগুলি চাল ফেলবে। তারপরে চাষিরা ধানের দাম পেয়ে যাবেন। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত চাল গুদামে ফেলা হবে।’’ বিকেলে অবরোধ ওঠে।