Advertisement
১১ মে ২০২৪
Bardhaman

বিয়ের পাঁচ মাসের মধ্যে কাটোয়ার বধূর রহস্যমৃত্যু! হাসপাতালে দেহ, পালাল শ্বশুরবাড়ির লোক

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় কাটোয়ার অগ্রদ্বীপে অনিন্দিতা কুণ্ডু (হালদার) নামে ২৫ বছরের ওই বধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন শ্বশুরবাড়ির লোকজন।

Woman died in burdwan after 5 months of marriage

পুলিশ সূত্রে খবর, কাটোয়ার অগ্রদ্বীপে অনিন্দিতা কুণ্ডু (হালদার) নামে ২৫ বছরের ওই বধূকে ঝূলন্ত অবস্থায় উদ্ধার করেন শ্বশুরবাড়ির লোকজন। —প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ২৩:০৪
Share: Save:

বিয়ের মাত্র ৫ মাসের মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হল এক বধূকে। পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপের ঘটনা। অন্য দিকে, বধূকে হাসপাতালে ফেলে পালানোর অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় কাটোয়ার অগ্রদ্বীপে অনিন্দিতা কুণ্ডু (হালদার) নামে ২৫ বছরের ওই বধূকে ঝূলন্ত অবস্থায় উদ্ধার করেন শ্বশুরবাড়ির লোকজন। তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু হয়েছে শুনেই বধূর দেহ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। এমনই অভিযোগ পাওয়া গিয়েছে।

সোমবার বিকেলে মৃতার বাবা গৌতম হালদার অনিন্দিতার শাশুড়ি, ননদ এবং স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, মেয়েকে মানসিক নির্যাতন করা হয়েছে। তার জেরে আত্মঘাতী হয়েছেন তাঁর মেয়ে।

মৃতার বাপের বাড়ি সূত্রে খবর, মাস পাঁচেক আগে অগ্রদ্বীপ হাটপাড়া এলাকার বাসিন্দা মনোজিৎ কুণ্ডুর সঙ্গে বিয়ে হয় অনিন্দিতার। অনিন্দিতার বাপের বাড়ি নদিয়ার নৃসিংহপুর এলাকায়। মৃতার দাদা অশোক হালদার বলেন, ‘‘আমরা তফসিলি জাতিভুক্ত। মনোজিতেরা সাধারণ জাতিভুক্ত। একটি বিয়েবাড়িতে আমার বোনের সঙ্গে মনোজিতের পরিচয় হয়। তার পর মনোজিৎ বিয়ের প্রস্তাব দেয় বোনকে। পরে দুই পরিবারের মধ্যে দেখাশোনা করে আয়োজন করে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর আমার বোনকে ‘নিচু জাতের’ বলে খোঁটা দিত ওর শ্বশুরবাড়ির লোকজন।’’

মনোজিৎ গুজরাতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। বিয়ের পর তাঁর স্ত্রীকে নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। মাস দেড়েক আগে মনোজিৎ তাঁর মায়ের অসুস্থতার কারণে স্ত্রীকে অগ্রদ্বীপে পাঠিয়ে দেন। সেই থেকেই অনিন্দিতা শ্বশুরবাড়িতে ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bardhaman mystery death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE