Advertisement
১৯ মে ২০২৪

মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

বছর সাতাশের এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের লাকুর্ডি এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধার থেকে ওই দেহ মেলে। মৃত মমতাজ বিবির বাড়ি ঘটনাস্থলের কাছে গোদা এলাকায়। তবে শুক্রবার রাত পর্যন্ত মৃত্যুর কারণ বের করতে পারেনি পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০০:৪৪
Share: Save:

বছর সাতাশের এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের লাকুর্ডি এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধার থেকে ওই দেহ মেলে। মৃত মমতাজ বিবির বাড়ি ঘটনাস্থলের কাছে গোদা এলাকায়। তবে শুক্রবার রাত পর্যন্ত মৃত্যুর কারণ বের করতে পারেনি পুলিশ।

পুলিশের দাবি, মৃতের পরিজনরাও এ ব্যাপারে কোনও সাহায্য করতে পারছেন না। তবে পুরনো শত্রুতার জেরেই ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মমতাজ বিবির স্বামী স্বপন শেখ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বেশ কয়েক বছর ধরে শাশুড়ি ও এক মেয়েকে নিয়ে গোদার বাড়িতেই থাকতেন মমতাজ বিবি। মৃতার মেয়ে সেরিনা খাতুন এ দিন জানিয়েছেন, রাত ৮টা নাগাদ গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পর থেকে মাকে দেখতে পায়নি সে। মায়ের মোবাইলে বারবার ফোন করেও কোনও উত্তর মেলেনি। মৃতার শাশুড়ির দুলারা বিবির দাবি, তাঁর বউমার কাছে মাঝেমধ্যেই ফোন আসত। তারপর তড়িঘড়ি ঘন্টাখানেকের জন্য বেড়িয়ে যেতেন তিনি। পুলিশকে তিনি জানিয়েছেন, এ দিন সন্ধ্যায় বিড়ি বাঁধার কাজ করার সময় ফোন আসতেই বউমা বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত বাড়তে থাকার পরেও সে বাড়ি আসছে না দেখে পড়শিদের খবর দেওয়া হয়। খোঁজাখুঁজির সময় দেখা যায়, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে মমতাজের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতার মোবাইল ফোনটি উদ্ধার করেছে। সেই নম্বর ধরে ওই মহিলাকে কে ফোন করে ডেকেছিল তার খোঁজ নিচ্ছে বর্ধমান থানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dead Body
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE