Advertisement
০৮ মে ২০২৪

তোলা না বাড়ানোতেই খুন, অভিযোগ তালিতে

তোলা নিয়ে এই গোলমালের জেরেই শুক্রবার শিবপুর-দিঘিরপাড়ের বাসিন্দা আলমগির শেখকে (২৬) পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ০২:৩৮
Share: Save:

তোলা বাড়াতে হবে। এই ‘নির্দেশ’ না মানাতেই ‘তোলাবাজ’দের সঙ্গে গোলমালের সূত্রপাত বলে দাবি পূর্ব বর্ধমানের তালিতের গুড্স শেডে মালখালাসের দায়িত্বপ্রাপ্ত ঠিকা সংস্থার। অভিযোগ, এই তোলাবাজদের মদত দিয়েছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য নুরুল হাসান। সেই গোলমালে সুপারভাইজারের খুনের ঘটনায় নুরুল-সহ মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে তালিতের গুডস্ শেডে মালবাহী ট্রেন দাঁড়ায়। সেখানে এ পর্যন্ত দেশের নানা প্রান্ত থেকে ‘ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া’-র (এফসিআই) প্রায় ১৫টি রেক এসেছে। শ্রমিক সরবরাহের জন্য মালখালাসের দায়িত্বপ্রাপ্ত ঠিকা সংস্থার সঙ্গে দু’বছরের চুক্তি রয়েছে স্থানীয় বাসিন্দা হালিম শেখের। শনিবার তাঁর অভিযোগ, ‘‘তিন বার মালগাড়ি পিছু দু’হাজার টাকা করে নুরুলকে দিয়েছিলাম। এখন পাঁচ হাজার টাকা চাইছে। তা দিতে পারব না বলাতেই গোলমাল।” শুধু তাই-ই নয়, আরও অভিযোগ, ট্রাক পিছু ‘আদায়’ হওয়া কুড়ি টাকার ভাগ এবং শ্রমিক পিছু আরও বাড়তি কুড়ি টাকা দাবি করেছিল তোলাবাজরা।

তোলা নিয়ে এই গোলমালের জেরেই শুক্রবার শিবপুর-দিঘিরপাড়ের বাসিন্দা আলমগির শেখকে (২৬) পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী, নিহতের দাদা জাহাঙ্গির শেখের অভিযোগ, ‘‘নুরুলের নেতৃত্বেই হামলা চলে।’’

বর্ধমান থানার পুলিশ জানায়, চার জন অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়। সিজিএম সঞ্জয়রঞ্জন পাল ধৃতদের সাত দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার দিনভর খোঁজ মেলেনি অভিযুক্ত জেলা পরিষদ সদস্য নুরুলের। তবে এ দিন সকালে তিনি বলেছেন, ‘‘শুনেছি, আমার নামে অভিযোগ হয়েছে। ঘটনার সময়ে ধারে-কাছেও ছিলাম না। রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।”

এ দিন তৃণমূলের বর্ধমান ১ ব্লক সভানেত্রী কাকলি তা গুপ্তের অবশ্য দাবি, ‘‘আগেই বলেছি এ ক্ষেত্রে দলের কোনও ভূমিকা নেই। নুরুলের গতিবিধি সম্পর্কে আমি জানি না। ও তো আমাদের কথা শোনেই না!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE