Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অর্থলগ্নি সংস্থার নাম করে প্রতারণা, অভিযুক্ত নেতা

সিন্ডিকেট চালানোর অভিযোগের পরে এ বার লগ্নি সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ উঠল দুর্গাপুরের তৃণমূল নেতা খোকন রুইদাসের বিরুদ্ধে।সম্প্রতি দুর্গাপুর আদালতে অভিযোগ দায়ের করে এইচএফসি গেট এলাকার বাসিন্দা জানকী সিংহ জানান, খোকনবাবু তাঁকে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা রাখতে বাধ্য করেছিলেন।

খোকন রুইদাস। ফাইল চিত্র।

খোকন রুইদাস। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৪ ০১:৫৩
Share: Save:

সিন্ডিকেট চালানোর অভিযোগের পরে এ বার লগ্নি সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ উঠল দুর্গাপুরের তৃণমূল নেতা খোকন রুইদাসের বিরুদ্ধে।

সম্প্রতি দুর্গাপুর আদালতে অভিযোগ দায়ের করে এইচএফসি গেট এলাকার বাসিন্দা জানকী সিংহ জানান, খোকনবাবু তাঁকে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা রাখতে বাধ্য করেছিলেন। কয়েক মাস সুদও পেয়েছিলেন তিনি। কিন্তু এর পরে টাকা ফেরতের দাবি জানালে তাঁকে একটি চেক দেওয়া হয়। কিন্তু সেটি বাউন্স করে। নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অসহযোগিতা করায় তিনি আদালতের দ্বারস্থ হন বলে ওই মহিলার দাবি।

জানকীদেবী অভিযোগে জানান, তাঁর স্বামী অনিলবাবু একটি বেসরকারি সিমেন্ট কারখানায় কর্মরত অবস্থায় ২০০৭ সালে মারা যান। ক্ষতিপূরণ হিসেবে তিনি তিন লক্ষ টাকা পেয়েছিলেন। তাঁর অভিযোগ, ২০১০ সালের অক্টোবরে খোকনবাবু আরও চার জনের সঙ্গে মিলে তাঁর কাছে ওই অর্থ একটি বেসরকারি লগ্নি সংস্থায় রাখার পরামর্শ দেন। তিনি প্রথমে রাজি না হলেও বারবার বলার পরে তিনি রাজি হয়ে যান। ওই বছরের অক্টোবর থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি মোট ৩ লক্ষ টাকা ৫ ধাপে ওই সংস্থায় লগ্নি করেন। তাঁর দাবি, কয়েক মাস সুদ পান। মাঝে এক বার প্রয়োজন হলে ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয় তাঁকে। এর পরে আর সুদ না মেলায় তিনি টাকা ফেরতের দাবি জানান।

তাঁর অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি তাঁকে বাকি ২ লক্ষ ৯০ হাজার টাকার একটি চেক দেয় সংস্থা। কিন্তু সেটি বাউন্স করে। তিনি বলেন, “নিউটাউনশিপ থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ করতে গেলে পুলিশের তরফে যথোচিত সাহায্য পাইনি। বাধ্য হয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছি। খোকনবাবু-সহ ওই পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।”

আদালত ইতিমধ্যে ওই অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। নিউটাউনশিপ থানা অবশ্য অভিযোগকারিণীর সঙ্গে অসহযোগিতার কথা মানতে চায়নি। পুলিশ জানায়, ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে এলাকায় গিয়ে একদফা তল্লাশি করা হয়েছে। দ্রুত খোকনবাবু-সহ বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি তথা আইএনটিটিইউসি নেতা খোকনবাবুর বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ তুলেছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়। পুলিশ সেই অভিযোগেরও তদন্ত করছে। এ দিন চেষ্টা করেও খোকনবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fraud syndicate bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE