Advertisement
১৬ জুন ২০২৪

অস্ত্র দেখিয়ে গাছ কাটার অভিযোগ

আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে দিনের আলোয় ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বেশ কিছু গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কাঁকসায়। বনকাটি পঞ্চায়েতের শ্যামবাজার কলোনির বাসিন্দা প্রফুল্ল মজুমদার এ ব্যাপারে বন বিভাগের কাছে লিখিত অভিযোগ করেছেন। বন বিভাগের তরফে জানানো হয়েছে, ওই জমি থেকে গাছ কাটার কোনও অনুমতি কাউকে দেওয়া হয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাঁকসার ঘটনাস্থল। —নিজস্ব চিত্র।

কাঁকসার ঘটনাস্থল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২১ মার্চ ২০১৫ ০২:২৪
Share: Save:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে দিনের আলোয় ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বেশ কিছু গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কাঁকসায়। বনকাটি পঞ্চায়েতের শ্যামবাজার কলোনির বাসিন্দা প্রফুল্ল মজুমদার এ ব্যাপারে বন বিভাগের কাছে লিখিত অভিযোগ করেছেন। বন বিভাগের তরফে জানানো হয়েছে, ওই জমি থেকে গাছ কাটার কোনও অনুমতি কাউকে দেওয়া হয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামবাজার এলাকায় প্রফুল্লবাবুর প্রায় ১ একর ৮০ শতক জমি রয়েছে। তার একাংশে আকাশমনি, শিশু, সোনাঝুড়ি-সহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে। জমির মালিকানার প্রশ্নে আদালতে মামলা চলছে। প্রফুল্লবাবুর অভিযোগ, সম্প্রতি রীতিমতো আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা সেই গাছ কেটে নিয়ে গিয়েছে। বাধা দিতে গেলে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর কথায়, “চোখের সামনে থেকে গাছগুলি কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা। গাছগুলির বয়স প্রায় তিন দশক। জনা ৩০-৩৫ জন দুষ্কৃতী ছিল। গাছের আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। বিষয়টি আমি বন বিভাগকে জানিয়েছি।”

স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহ, এলাকার এক জনের সঙ্গে ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। গাছ কাটার সঙ্গে সেই ঘটনার যোগ থাকতে পারে। এলাকাবাসীর অনেকেরই বক্তব্য, জমির মালিকানা নিয়ে মামলা চলতেই পারে। কিন্তু তা বলে গাছ কাটা হবে কেন? তাঁরা বলেন, “বড় বড় গাছ কয়েক ঘণ্টার মধ্যে কেটে সাফ করে দেওয়া হল। প্রতিবাদ জানাতে গেলে হুমকিও দেয় দুষ্কৃতীরা।” বাসিন্দাদের দাবি, কাঁকসায় পরপর বেশ কিছু কল-কারখানা গড়ে ওঠায় পরিবেশ দূষণের মাত্রা বেড়েছে। গাছ কেটে ফেলায় পরিবেশের আরও ক্ষতি হবে।

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তি মালিকানাধীন জমিতে থেকে গাছ কাটতে হলেও বন বিভাগের অনুমতি নিতে হয়। তা ছাড়া গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। বন দফতরের বর্ধমান বিভাগের দুর্গাপুর রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে, শ্যামবাজার কলোনির ওই জমি থেকে গাছ কাটার কোনও অনুমতি কাউকে দেওয়া হয়নি। এক আধিকারিক বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে। অভিযোগকারীকে এ ব্যাপারে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE