Advertisement
E-Paper

খেলার টুকরো খবর

গত বছর কালনা মহকুমা সিনিয়র ফুটবল লিগে দু’জন নাইজেরিয়ান ফুটবলারকে খেলিয়ে হইচই ফেলে দিয়েছিল হাটকালনা পঞ্চায়েতের একটি ক্লাব। তবে এ বার আর সে ছবি দেখার সম্ভবনা নেই কালনার মাঠে। কালনা মহকুমা ফুটবল লিগে বিদেশী ফুটবলার খেলানো নিষিদ্ধ করল মহকুমা ক্রীড়া সংস্থা। গত বার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে লিগের ম্যাচে বিদেশি খেলানোর পরেই মহকুমা ক্রীড়া সংস্থা জানিয়ে দিয়েছিল স্থানীয় লিগে বিদেশি খেলানো নিয়ম বিরুদ্ধ।

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৪ ০০:০৩

কালনার লিগে নিষিদ্ধ বিদেশি

নিজস্ব সংবাদদাতা • কালনা

গত বছর কালনা মহকুমা সিনিয়র ফুটবল লিগে দু’জন নাইজেরিয়ান ফুটবলারকে খেলিয়ে হইচই ফেলে দিয়েছিল হাটকালনা পঞ্চায়েতের একটি ক্লাব। তবে এ বার আর সে ছবি দেখার সম্ভবনা নেই কালনার মাঠে। কালনা মহকুমা ফুটবল লিগে বিদেশী ফুটবলার খেলানো নিষিদ্ধ করল মহকুমা ক্রীড়া সংস্থা। গত বার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে লিগের ম্যাচে বিদেশি খেলানোর পরেই মহকুমা ক্রীড়া সংস্থা জানিয়ে দিয়েছিল স্থানীয় লিগে বিদেশি খেলানো নিয়ম বিরুদ্ধ। এ বার সেই সিদ্ধান্তই পাকাপাকি ভাবে জানিয়ে দেওয়া হল লিগে যোগদানকারী ক্লাবগুলিকে। কালনা মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ বার ১০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের দলবদল ও সইসাবুদ পর্ব চলেছে। তখনই বিদেশি না খেলানোর বিষয়টি ক্লাবগুলিকে জানিয়ে দেওয়া হয়। মহকুমা ক্রীড়া সংস্থার কর্তা অমরেন্দ্রনাথ সরকার জানান, এ বার প্রতিটি ক্লাবে ২৫জন করে ফুটবলারকে সই করানোর সুযোগ ছিল। আগে এই সংখ্যা ছিল ২০। এই মরসুমে কালনা মহকুমা লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে মোট ২০টি দল। কালনার বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, “এ বার সিনিয়র লিগ নিয়ে এলাকায় উন্মাদনা তৈরি হয়েছে। আরও চারটি দল এই লিগে খেলতে চেয়েছিল। তবে তারা সময়ে না আসায় তাদের নাম নথিভুক্ত করা যায়নি। আশা করছি প্রতিযোগিতার মান ভাল হবে।”

নার্সারি লিগ নিউ মডার্নের

নিজস্ব সংবাদদাতা • কালনা

মহকুমা নার্সারি ফুটবল লিগ চ্যাম্পিয়ন হল শহরের ঠাকুরপাড়ার নিউ মডার্ন ক্লাব। শনিবার অঘোরনাথ পার্ক স্টেডিয়াম মাঠে কালনা মহকুমা লিগের ফাইনালে তারা মা সিদ্ধেশ্বরী ক্লাবকে ২-০ গোলে হারিয়ে দেয়। ফাইনাল খেলায় দু’দলই অনেকগুলি আক্রমণ তৈরি করেছিল। তবে বিপক্ষের বক্সে বেশি বার হানা দিয়েছিল নিউ মর্ডান। খেলার প্রথম অর্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ছোট ছোট পাস খেলে বিপক্ষের বক্সে উঠে আসে নিউ মর্ডানের খেলোয়াড়েরা। খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে নিউ মডার্নের হয়ে পর পর দু’টি গোল করে নরেন টুডু। নরেনই ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এ দিনই এই লিগের সেরা গোলদাতা, সেরা ডিফেন্ডার, সেরা গোলকিপারের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এই মরসুমের জেলা অনূর্ধ্ব ১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কালনা মহকুমা। শনিবারের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেই দলের খেলোয়াড়দেরও পুরষ্কৃত করা হয়। এ বার নার্সারি লিগে যোগ দিয়েছিল মোট ১১ টি দল।

চ্যাম্পিয়ন কালীবাজার

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

ইছলাবাদ কিরণ সঙ্ঘের পরিচালনায় ১৬টি দলকে নিয়ে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কালীবাজার ফুটবল ক্লাব। ফাইনালে তারা মণ্ডল স্পোটিং ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। ফাইনাল ম্যাচ ও প্রতিযোগিতার সেরা হয়েছেন যথাক্রমে শানু দাস ও নিতাই দাস। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলে প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। প্রতিযোগিতার বিজয়ী দলকে ৩৫ হাজার ও রানার্স দলকে ৩০ হাজার টাকা নগদ পুরষ্কার দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় যোগদানকারী দলগুলির থেকে প্রবেশমূল্য নেওয়া হয়েছিল।

হারল কল্যাণ

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

জেলা ক্রীড়া সুপার ডিভিশন ফুটবলে জাতীয় সঙ্ঘ ৩-২ গোলে হারাল কল্যান স্মৃতি সঙ্ঘকে। জয়ী দলের হয়ে গোল করেছেন চিন্ময় দে, বিজয় হেমব্রম ও তন্ময় মণ্ডল। কল্যাণের পক্ষে গোল দু’টি করেন বিশ্বজিৎ হাঁসদা ও বাবুলাল মাড্ডি। প্রথম অর্ধে খেলার ফল ছিল ২-২। খেলার শেষের দিকে জাতীয় সঙ্ঘ জয়সূচক গোলটি করে। সুপার ডিভিশনের অন্য খেলায় রাসবিহারী অ্যাথলেটিক ইউনাইটেড ক্লাব (আরএইউসি) ২-১ গোলে হারিয়েছে বড়শূল ইয়ং মেন অ্যাসোসিয়েশনকে। আরএইউসির হয়ে শুভজিৎ হাজরা ও প্রসেনজিৎ চক্রবর্তী গোল করেন। বড়শূলের হয়ে ব্যবধান কমান সুরজিৎ দে। সুপার ডিভিশনের অন্যতম দল ন্যাশন্যাল স্পোটিং ক্লাব এ বার আর্থিক সঙ্কটের কারণ দেখিয়ে দল তুলে নিয়েছে। এ দিকে প্রথম ডিভিশন লিগে বিধানপল্লি অ্যাথলেটিক ক্লাব ১-০ গোলে হারিয়েছে জাগরনী সঙ্ঘকে। গোল করেছেন পীতম্বর কুন্ডু।

ছাত্র সঙ্ঘের হার

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

বখতার নগর ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত নারায়ণ মণ্ডল ও রামপ্রসাদ দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়ী হরিপুর অল আদিবাসী। বখতার নগর মাঠে হওয়া খেলাটিতে তারা ছাত্র সঙ্ঘকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২।

হারল বুলেটস

নিজস্ব সংবাদদাতা • বারাবনি

বারাবনি ব্লক স্পোর্টস কো-অর্ডিনেশন কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় জিতল নাদায়ই এফসি। ইটাপাড়া মাঠে তারা শ্যমাপুর ইলেভেন বুলেটসকে ৩-০ গোলে হারিয়ে দেয়।

নব সূর্যের জয়

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের রবিবারের গ্যামন ব্রিজের মাঠের খেলায় নব সূর্য এসসিসি ১-০ গোলে শ্যামপুর উদয় সঙ্ঘকে হারায়। এই প্রতিযোগিতারই শনিবারের নেহেরু স্টেডিয়ামে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব ও ডিএসপিএসএর খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়।

রামনগরের বড় জয়

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

রাজীব গাঁধী ও দেবাশিষ ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়ী রামনগর ফুটবল অ্যাকাডেমি। আপার চেলিডাঙা মাঠে হওয়া খেলাটিতে মহাবীর সঙ্ঘকে তারা ৭-০ গোলে হারায়।

চ্যালেঞ্জ ফুটবল

নিজস্ব সংবাদদাতা • কুলটি

মিঠানি ক্লাব আয়োজিত চ্যালেঞ্জ ফুটবলে রবিবারের খেলায় জয়ী এনইউসিএসসি ক্লাব। টাইব্রেকারে ত্রিবেণী হুগলীকে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলার ফল ছিল ১-১। খেলা হয় মিঠানী মাঠে।

জয়ী কৃষক সমিতি

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

নেতাজি স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় প্রথম দিনের খেলায় জয়ী বড়থল কৃষক সমিতি। রবিবার রামসায়ের মাঠের খেলায় তারা লোকো সিসি কে ২-০ গোলে পরাজিত করে।

রাধারানি স্টেডিয়ামে চলছে সুপার ডিভিশন ফুটবল লিগ। নিজস্ব চিত্র।

bard khela
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy