রেলপুলিশের গাফিলতিতে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলল রাজ্য মহিলা কমিশন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ মে ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা মলিনা মুর্মু (৩৫) নামে ওই মহিলা এক শিশু-সহ বর্ধমান স্টেশন চত্বরে অসুস্থ হয়ে পড়েন। যাত্রীরাই রেলপুলিশে এবং চাইল্ড লাইনে খবর দেন। কিন্তু রেলপুলিশের তরফে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও উদ্যোগ করা হয়নি বলে অভিযোগ রাজ্য মহিলা কমিশনের সদস্য শিখা আদিত্যর।
শিখাদেবী বলেন, ‘‘স্টেশনে পৌঁছে বারবার রেলপুলিশকে ওই মহিলা ও তাঁর শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি। কিন্তু কেউ কান দেননি। পরে জেলা পুলিশকে জানানো হলে তাঁরাই হাসপাতালে পাঠান ওই মহিলাকে।’’
পরে মঙ্গলবার সকালে হাসপাতালেই মারা যান ওই মহিলা। শিশুটিকে একটি হোমে রাখা হয়েছে। শিখাদেবীর দাবি, রেল পুলিশ সঙ্গে সঙ্গে মলিনাদেবীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে হয়তো তিনি বেঁচে যেতেন। বর্ধমান জিআরপি-র ওসি দীপ্তেশ চট্টোপাধ্যায় বলেন, ‘‘৮ মে থেকে ছুটিতে রয়েছি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নেব। কারও গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’’ জেলা পুলিশের তরফেও মৃতার পরিবারের খোঁজ করা হচ্ছে।